- ওয়ানডে ক্রিকেটের ৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ইনিংসের পুরো ৫০ ওভার স্পিনারদের দিয়ে বোলিং করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ৩ বার ৪৪ ওভার করে বোলিং করিয়েছিল শ্রীলঙ্কা। বাংলাদেশের মাঠে এক ইনিংসে সর্বোচ্চ স্পিন বোলিংয়ের রেকর্ডও এটি। এর আগে বাংলাদেশে এক ইনিংসে সর্বোচ্চ স্পিন বোলিংয়ের রেকর্ড ছিল ৪০ ওভার। ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের বিপক্ষে একবার করে ৪০ ওভার স্পিন বোলিং করিয়েছিল বাংলাদেশ।
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ম্যাচে নিজেদের ওয়ানডে ইতিহাসে প্রথমবার দুই প্রান্ত থেকে স্পিন বোলিং করেছে উইন্ডিজ। এছাড়া কেবল পাঁচ জন স্পিনারকে দিয়ে বল করিয়েও ইতিহাস গড়েছে দলটি। দুই পেসার জাস্টিন গ্রিভস এবং শেরফান রাদারফোর্ড দলে থাকলেও তাদেরকে দিয়ে এক ওভারও বোলিং করানো হয়নি।
আরও পড়ুন: সিদ্ধান্ত নিতে ভুল করেছেন, ম্যাচ হেরে দায় স্বীকার জ্যোতির
- বাংলাদেশের বিপক্ষে পার্ট টাইম স্পিনার হিসেবে বোলিংয়ে এসে রেকর্ড গড়েছেন লিক আথানেজ। এর আগে ওয়ানডে ক্যারিয়ারে কেবল ৪ ওভার বোলিং করা আথানেজ আজ বোলিং করেছেন পুরো ১০ ওভার। তাতে ১৪ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে ১০ ওভার বোলিং করে সবচেয়ে কিপটে বোলিংয়ের রেকর্ড এটাই। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ, ১০ ওভারে ১৫ রান দিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: রিশাদ ঝড়ে আজও দুইশ পেরোলো বাংলাদেশ
- মন্থর ব্যাটিংয়ের ইনিংসে স্রোতের ধারার বিপরীতে গিয়ে ব্যাট হাতে একটি রেকর্ড গড়েছেন রিশাদ হোসেন। ১৪ বলে ৩৯ রানের ইনিংসে ২৭৮.৫৭ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি। আর তাতে রেকর্ডবুকে নাম উঠেছে তার। ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ৩০ বা এর অধিক রানের ইনিংসে এটিই সর্বোচ্চ স্ট্রাইক রেটের রেকর্ড। এর আগে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ স্ট্রাইক রেটের রেকর্ড ছিল সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের। ২০০৬ সালে বগুড়ায় মাশরাফি কেনিয়ার বিপক্ষে করেছিলেন ১৬ বলে অপরাজিত ৪৪ রান। স্ট্রাইক রেট ছিল ২৭৫.০০। ২০১৪ সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সাকিবও ১৬ বলের ৪৪ রান করে অপরাজিত ছিলেন।

৩ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·