বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ

২ সপ্তাহ আগে
দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছে আয়ারল্যান্ড দল। মঙ্গলবার (১১ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ম্যাচটা হবে ঢাকায়, ১৯ নভেম্বর। আর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি হবে চট্টগ্রামে, বাকি ম্যাচটা হবে ঢাকায়। এই দুই সিরিজের জন্য আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজে দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ ও স্থানীয় আম্পায়ররা। আইসিসির নিয়োগ অনুযায়ী পুরো সিরিজের ম্যাচ রেফারি হিসেবে থাকছেন অ্যান্ডি পাইক্রফট।

 

সিলেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন পাকিস্তানের আহসান রাজা ও অস্ট্রেলিয়ার নোগাজস্কি। সে ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড ইলিংওর্থ। আর চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন বাংলাদেশের তানভীর আহমেদ। 

 

আরও পড়ুন: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ফারুক

 

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটা হবে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন স্যাম নোগাজস্কি ও রিচার্ড ইলিংওর্থ। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন আহসান রাজা ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন মাসুদুর রহমান মুকুল। 

 

টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের মতিউর রহমান স্টেডিয়ামে। শেষ ম্যাচটি হবে ঢাকায়। প্রথম টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকছেন গাজী সোহেল ও মোরশেদ আলী খান। টিভি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল এবং চতুর্থ আম্পায়ার তানভীর আহমেদ। 

 

আরও পড়ুন: শেষ ওভারে ৫ ছক্কা খেয়ে দলকে ডোবালেন আকবর আলী

 

দ্বিতীয় টি-টোয়েন্টিতে আম্পায়ারিংয়ের দায়িত্বে দেখা যাবে মাসুদুর রহমান মুকুল ও মোরশেদ আলী খানকে। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন তানভীর আহমেদ। আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন সাথীরা জাকির জেসি। 

 

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন তানভীর আহমেদ ও সাথীরা জাকির জেসি। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন মোরশেদ আলী খান।

]]>
সম্পূর্ণ পড়ুন