বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

১ সপ্তাহে আগে
‘বাংলাদেশ আমাদের হারিয়ে যাওয়া ভাই। তাদেকে সম্ভাব্য সব উপায়ে সহযোগিতা করবে পাকিস্তান।’ এ কথা বলেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার। পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম মিনিট মিররের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রতিবেদন মতে, বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে বৈশ্বিক নানা বিষয়ের পাশাপাশি বাংলাদেশ নিয়েও কথা বলেন ইশহাক দার। 

 

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক নতুন গতি পেয়েছে। 

 

আরও পড়ুন: বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শিগগিরই চালু হচ্ছে সরাসরি ফ্লাইট

 

১৯৭১ সালের পর প্রথমবার সরাসরি সমুদ্র যোগাযোগ চালু হয়েছে। একইসঙ্গে পাকিস্তানের সাথে বাংলাদেশের কার্গো পরিদর্শন সংক্রান্ত নিষেধাজ্ঞাও তুলে নেয়া হয়েছে। 

 

এরই অংশ হিসেবে সম্প্রতি পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী করাচি থেকে একটি পণ্যবাহী জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে নোঙর করে। ১৯৭১ সালের পর এটিই প্রথম কোনো পাকিস্তানি পণ্যবাহী জাহাজের বাংলাদেশে নোঙর করার ঘটনা।

 

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শিগগিরই সরাসরি ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার এস এম মাহবুবুল আলম। এই উদ্যোগ দুই দেশ এবং তাদের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যকার সম্পর্ককে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে বলেও জানান তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন