বাংলাদেশ-অস্ট্রেলিয়া বাণিজ্যিক সম্পর্ক জোরদারে নতুন দিগন্ত

১ সপ্তাহে আগে
বাংলাদেশের ও অস্ট্রেলিয়া মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী ও বহুমাত্রিক করার লক্ষ্যে ঢাকায় এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ জুন) রাজধানীর মতিঝিলে বিজেএমএ’র নিজস্ব ভবনে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম (এবিবিএফ) এবং বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের (বিজেএমএ) শীর্ষ কর্মকর্তারা।

 

এবিবিএফ সভাপতি আবদুল খান রতন এবং বিজেএমএ চেয়ারম্যান মো. আবুল হোসেন নিজ নিজ সংগঠনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার ওপর জোর দেন। বিশেষ করে পাটশিল্পসহ সম্ভাবনাময় খাতে যৌথ বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর এবং রপ্তানি-বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

 

বৈঠকের কেন্দ্রবিন্দুতে ছিল আসন্ন অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো ২০২৫, যা আগামী ১ ও ২ অক্টোবর সিডনির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

আরও পড়ুন: বাণিজ্য চুক্তি লঙ্ঘনের অভিযোগ, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি চীনের

 

বিজেএমএ’র চেয়ারম্যান মো. আবুল হোসেন জানান, তার সংগঠনের একটি শক্তিশালী প্রতিনিধি দল নির্বাহী হিসেবে এই এক্সপোতে অংশগ্রহণ করবে।

 

তিনি বলেন, ‘এই এক্সপো হবে দুই দেশের উদ্যোক্তাদের জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম, যেখানে বিনিয়োগ সম্ভাবনা যাচাই, নতুন বাজার অনুসন্ধান এবং ব্যবসায়িক সংযোগ তৈরির সুযোগ থাকবে।’

 

এক্সপোতে অংশ নেবেন অস্ট্রেলিয়া ও বাংলাদেশের খ্যাতনামা ব্যবসায়ী, বিনিয়োগকারী, নীতি নির্ধারক ও শিল্পপ্রতিনিধিরা। এতে বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য অস্ট্রেলিয়ার বাজারে প্রবেশ এবং যৌথ উদ্যোগে কাজ করার নতুন দুয়ার খুলে যাবে বলে আশা করা হচ্ছে।

 

আরও পড়ুন: মোংলা বন্দরে নাবিকদের হাত-পা বেঁধে বাণিজ্যিক জাহাজে ডাকাতি

 

সংশ্লিষ্টরা মনে করছেন, এই ধরণের উদ্যোগ দুই দেশের মধ্যে টেকসই অর্থনৈতিক সেতুবন্ধন গড়ে তুলবে এবং ভবিষ্যতের বাণিজ্যিক সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করবে।

]]>
সম্পূর্ণ পড়ুন