বাংলা নববর্ষ উপলক্ষে মালয়েশিয়ার বাঙালি কমিউনিটির মধ্যে চলছে ব্যাপক প্রস্তুতি। দিনটিকে ঘিরে সাজসাজ রব। উৎসব আমেজে নতুন বছরকে স্বাগত জানাবে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
বৈশাখী মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান। এছাড়া বর্ষবরণ উৎসবে মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা সমবেত হবেন।
পোশাকে-আশাকে, সাজ-সজ্জায়, ভোজে-আড্ডায় দিনটিকে ষোলো আনা বাঙালিয়ানায় উদযাপন করবে হাজারো বাংলাদেশি। দিনব্যাপী মেলা সকাল ১১টায় শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত।
আরও পড়ুন: মালয়েশিয়ায় কারখানায় আগুন, বাংলাদেশিসহ দগ্ধ ৩
মেলায় প্রায় ৩ হাজার বাংলাদেশি সমবেত হবেন বলে আশা করা হচ্ছে। এবারের মেলায় মূল মঞ্চে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিস্কুট দৌড়, বল পাসিং, কাপল গেইমস, সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি, ফ্যাশন শো, স্মৃতিচারণসহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
থাকবে র্যাফেল ড্র যেখানে বেশ কিছু কাপল রিটার্ন প্লেনের টিকিটসহ প্রায় ৬০টি পুরস্কার জিতে নেয়ার সুযোগ। দিনব্যাপী এই মেলায় দেশীয় খাবারের দোকান, পান্তা ইলিশ ছাড়াও দেশীয় পণ্যের ষ্টলগুলোতে থাকে মানুষের আকর্ষণ।
মেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান রিয়াজ বলেন, বিদেশ-বিভুঁইয়ে নিজ দেশের কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরতেই এ মেলার আয়োজন করেছে। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি মালয়েশিয়ার স্থানীয় ও অন্যান্য বিদেশিরাও এই বৈশাখী মেলায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: নাইট ক্লাবে অভিযান, মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ৩২
মেলা কমিটির পক্ষ থেকে দলমত নির্বিশেষে মালয়েশিয়ায় বসবাসরত সকল বাঙালি-বাংলাদেশিদের বাংলা নববর্ষের এই প্রাণের উৎসবে অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে। মেলায় টাইটেল স্পন্সর হিসেবে থাকছে বাংলাদেশের সিটি ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান, সিবিএল মানি ট্রান্সফার।
]]>