বাঁচা-মরার ম্যাচে লিটনকে ছাড়াই তিন পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

১ সপ্তাহে আগে
ইনজুরির কারণে ভারতের পর এবার পাকিস্তানের বিপক্ষেও নিয়মিত অধিনায়ক লিটন দাসকে পাচ্ছে না বাংলাদেশ। সুপার ফোরে বাঁচা-মরার ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী অনিক। দলে আনা হয়েছে তিন পরিবর্তন। কোনো পরিবর্তন ছাড়াই ব্যাটিংয়ে নামছে পাকিস্তান।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

 

অঘোষিত সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান। সুপার ফোরে দুটি করে ম্যাচ খেলে একটি করে জয় তুলে নিয়েছে দুদল। দুই ম্যাচ জিতে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। দুই হারে আশা শেষ শ্রীলঙ্কার। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে জয়ী দল জায়গা করে নেবে আসরের ফাইনালে। আর হারলে শেষ হয়ে যাবে যাত্রা। বাঁচা-মরার এমন ম্যাচে আবার টাইগাররা পাচ্ছে না নিয়মিত অধিনায়ক লিটনকে। ভারত ম্যাচের আগে অনুশীলনে কোমরে চোট পেয়েছিলেন তিনি। যা তাকে পরপর দুই ম্যাচ থেকে ছিটকে দিলো।

 

আরও পড়ুন: জাকেরের বিশ্বাস পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠবে বাংলাদেশ

 

এদিকে গুরুত্বপূর্ণ এ ম্যাচে তিন পরিবর্তন এনেছে লাল সবুজরা। ভারত ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদ। তাদের জায়গায় ফিরলেন শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদ।

 

অন্যদিকে পাকিস্তান তাদের একাদশে কোনো পরিবর্তন আনেনি। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ী একাদশই নিয়েই টাইগারদের মোকাবিলা করবে তারা।

 

আরও পড়ুন: পাকিস্তানের জন্য প্রয়োজনে জীবন দেবেন শাহিন

 

এর আগে ২৫ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়ে পাকিস্তানকে মাত্র ৫ বার হারাতে পেরেছে বাংলাদেশ। এশিয়া কাপে ১৫ দেখায় মাত্র ২ জয়। সার্বিক পরিসংখ্যানে পাকিস্তানিরা এগিয়ে থাকলেও, সাম্প্রতিক পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। ২০২৪ থেকে এ পর্যন্ত সব ফরম্যাট মিলিয়ে ৮ ম্যাচে তাদের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। যার মধ্যে জয়-হার সমান ৪টি করে।

 

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, সালমান আলী আঘা (অধিনায়ক), হুসাইন তালাত, মোহাম্মদ হ্যারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।

 

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী অনিক (অধিনায়ক ও উইকেটরক্ষক), নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। 

]]>
সম্পূর্ণ পড়ুন