বাঁচা-মরার ম্যাচে দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে আফগানিস্তান

৩ সপ্তাহ আগে
লড়াইটা শ্রীলঙ্কা ও আফগানিস্তানের হলেও, বাংলাদেশের সুপার ফোরের ভাগ্য ঝুলছে এ ম্যাচে। পরের ধাপে যেতে জয়ের বিকল্প নেই রশিদদেরও। টস জিতে বাঁচা-মরার এ ম্যাচে দুই পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলো আফগানরা।

আবুধাবিতে  বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এশিয়া কাপের ‘বি’ গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

 

দুই ম্যাচে দুই জয় আর নেট রান রেটে এগিয়ে থেকে ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোরের পথে এক পা দিয়ে রেখেছে শ্রীলঙ্কা। হারলেও তাদের বাদ পড়ার শঙ্কা ক্ষীণ, যদি না পরাজয়টা বড় ব্যবধানে হয়। ক্রিকইনফোর সমীকরণ বলছে, রান তাড়ায় নেমে ৬৫ বা তার বেশি ব্যবধানে হারলে কেবল তখনই বাদ পড়বে শ্রীলঙ্কা। সেক্ষেত্রে নেট রান রেটে এগিয়ে গিয়ে ‘বি’ গ্রুপ থেকে আফগানিস্তানের সঙ্গে সুপার ফোর নিশ্চিত করবে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে লড়তে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে দলটি। মহেশ থিকশানার পরিবর্তে একাদশে জায়গা পেলেন দুনিথ ভেল্লালাগে।

 

আরও পড়ুন: একনজরে পাকিস্তান-পাইক্রফট নাটকের শুরু থেকে শেষ

 

এদিকে বাঁচা-মরার ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে আফগানিস্তান। এএম গজানফারের পরিবর্তে মুজিব উর রহমান আর গুলবাদিন নাইবের জায়গায় খেলবেন দারউইশ রাসুলি। এ ম্যাচ কোনোভাবে জিতলেই সুপার ফোর নিশ্চিত করবে রশিদরা। তবে হারলে বাংলাদেশের তুলনায় পয়েন্ট ব্যবধানে পিছিয়ে থাকায় বাদ পড়বে তারা। তাই এ ম্যাচে লঙ্কানদের জয়ের জন্যই প্রার্থনা করবে লাল সবুজরা।

 

আফগানিস্তান একাদশ: সেদিকউল্লাহ আতল, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, করিম জানাত, মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান (অধিনায়ক), মুজিব উর রহমান, নুর আহমেদ ও ফজলহক ফারুকী।

 

আরও পড়ুন: উড়ে এসে বল পড়ল আম্পায়ারের মাথায়, তার বদলি হন বাংলাদেশের গাজী সোহেল

 

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, দুশমন্থ চামিরা ও নুয়ান থুশারা।

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন