মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভিসির বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অমিত হাসান, জনি, মুজাহিদুল ইসলাম সাব্বির, জুনায়েদ, আবু সাঈদ এবং মার্কেটিং বিভাগের শরিফুল ইসলাম সাহাদ ও এম এম এ কাদের আবরারকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক স্বার্থ ও বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় মঙ্গলবার বিকেলে চলতি প্রক্টরিয়াল বডিকে অবমুক্ত করে তা পুনর্গঠন করা হয়।
আরও পড়ুন: মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে গৃহবধূকে কুপিয়ে জখম
সন্ধ্যায় প্রাক্টরিয়াল বডি পুনর্গঠনের অফিস আদেশ দেয়ার ঘটনা শিক্ষার্থীদের মধ্য জানাজানি হয়। মেয়াদ শেষ হওয়ার আগে বডি পুনর্গঠনের প্রতিবাদে সদ্য বিদায়ী প্রক্টর অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামরুজ্জামানের বিভাগের শিক্ষার্থীরা ভিসির বাসভবনের সামনে বিক্ষোভ করেন।
শিক্ষার্থীদের অন্য একটি অংশ প্রক্টরিয়াল বডি নতুন প্রক্টর ইইই বিভাগের সহযোগী অধ্যাপ ড. আরিফুজ্জামান রাজিবসহ সহকারী প্রক্টরদেরকে অভিনন্দন জানিয়ে মিছিল বের করে ভিসির বাস ভবনের সামনে যান। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এতে দুপক্ষের অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হন।
এ বিষয়ে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) হোসেন উদ্দিন শেখর বলেন, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক আছে। শিক্ষার্থীরা বিভিন্ন সময় প্রশাসনিক কর্মকাণ্ডে হস্তক্ষেপ করেছেন, এটা ঠিক না। এতে প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনায় কিছুটা বেগ পেতে হচ্ছে। রাতের ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
]]>