বল্লামুখা বাঁধ পরিদর্শনে ত্রাণ সচিব, শুনতে হলো অনিয়মের অভিযোগ

৩ সপ্তাহ আগে
ফেনীর পরশুরাম উপজেলার নিজকালিকাপুর ভারত-বাংলাদেশ সীমান্ত বল্লামুখা বাঁধ পরিদর্শন করেছেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান।

সোমবার (৩০ জুন)  দুপুরে নির্মাণাধীন এ বাঁধ পরিদর্শন করেন তিনি। এ সময় স্থানীয়রা বাঁধ নির্মাণে বিভিন্ন অনিয়ম তুলে ধরেন তার কাছে।


জানা গেছে, সরকারি সফরে ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ব্রিজ পরিদর্শন শেষে পরশুরাম বল্লারমুখ বাঁধ পরিদর্শনে গেলে উপস্থিত স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসী সচিবের কাছে বাঁধ নির্মাণে ঠিকাদারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ করেন। এ সময় জিও ব্যাগে মাটি কম দেয়া, স্থানীয় কৃষকদের জমি থেকে মাটি নিয়ে টাকা পরিশোধ না করা, কোনো কোনো জমির মালিককে নামমাত্র মূল্য এক একর জমির মাটি নিয়ে ২০ হাজার টাকা পরিশোধ করার অনিয়ম তুলে ধরা হয় সচিবের কাছে।

 

এছাড়াও জমির মালিকের অনুমতি না নিয়ে মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ করেন। এ সব অনিয়মের জন্য উপস্থিত পানি উন্নয়ন বোর্ড়ের কর্মকর্তাদের দায়ী করেন স্থানীয়রা।

 

আরও পড়ুন: ফেনীতে বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

 

অভিযোগ শুনে সচিব মো. মোস্তাফিজুর রহমান বলেন, জিও ব্যাগে মাটি কম দেয়া ঠিক না। এটা আপনাদের এলাকা, কাজ ভালো-মন্দের বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে। স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে কথা বলে এগুলো ঠিক করতে হবে। নোম্যান্স ল্যান্ড আন্তর্জাতিক বিষয়, এখানে কাজ করতে সরকারের সব নিয়ম মেনে করতে হয়। এটা সরকারি কাজ, আপনাদের সবাইকে এ কাজে সহযোগিতা করতে হবে।

 

তিনি আরও বলেন, আমি আশা করছি এ বাঁধের প্রকল্পটি সরকার এককভাবে বাস্তবায়ন করবে ও পূর্বের বাঁধের চেয়ে আরও স্থায়ী বাঁধ নির্মাণ করবে।

 

আরও পড়ুন: বাড়ছে নদীর পানি, ফেনীসহ দেশের ৬ জেলায় বন্যার শঙ্কা

 

পরিদর্শনে ত্রাণ ও দুর্যোগ অধিদফতরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব সোহেল রানা, পানি উন্নয়ন বোর্ড ফেনীর নির্বাহী প্রকৌশলী মো. আকতার হোসেন মজুমদার, এলজিইডি ফেনীর নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদ আল ফারুক, পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন