প্রতিবেদনে বলা হয়, নিহত ওই ব্যক্তির নাম ধর্মেন্দ্র। তার বয়স ৪০ বছর। নববর্ষের পার্টিতে উচ্চস্বরে গান বাজানো নিয়ে প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া হয় ধর্মেন্দ্রর।
এরপর দিবাগত রাত ১ টার দিকে পুলিশকে ডাকা হয়। পুলিশ এসে দেখে ধর্মেন্দ্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:ইয়েমেনে ভারতীয় নার্সের ফাঁসির দণ্ড কী অপরাধে
পুলিশ জানায়, ধর্মেন্দ্র উচ্চ স্বরে গান বাজানোর প্রতিবাদ করলে প্রতিবেশীদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এরপর তাকে পেটাতে শুরু করলে এক পর্যায়ে মারা যান ধর্মেন্দ্র।
এ ঘটনায় পুলিশ অভিযুক্ত প্রতিবেশীদের শনাক্ত করেছে। তারা হলেন পীযূষ তিওয়ারি বা কিট্টু (২১) এবং তার ভাই কপিল (২৬)।
এ ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে। অভিযুক্ত দুজনকেই গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন:হাসপাতালে ‘মৃত’ ঘোষণা, জীবন ফিরল রাস্তার স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে
]]>