‘বর্তমান অসাধারণ এবং ভবিষ্যৎ সম্ভাবনাময়’–আর্জেন্টাইন বিস্ময়বালকের প্রশংসায় শাবি

২ সপ্তাহ আগে
ট্রেবল জিতে ইতিহাস গড়া পিএসজির হাত থেকে ছিনতাই করে তাকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। আর্জেন্টিনার 'নেক্সট বিগ থিং' ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে ৪৫ মিলিয়ন ইউরো খরচ করে দলে টেনেছে রিয়াল মাদ্রিদ। ১৭ বছর বয়সী খেলোয়াড়ের জন্য দলবদলের বাজারে এই অর্থ নেহায়েত কম নয়। আর দলবদলের বাজারে তাকে দলে ভেড়াতে জায়ান্টদের কাড়াকাড়িই বলে দিচ্ছে মাস্তানতুয়োনো ঠিক কতটা প্রতিভাবান। রিয়াল মাদ্রিদের নতুন কোচ শাবি আলনসো তো তাকে এই বয়সেই মূল একাদশে খেলানোর কথাও ভাবছেন বলে শোনা যাচ্ছে।

এই মুহূর্তে স্বদেশের ক্লাব রিভারপ্লেটের হয়ে যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপ খেলছেন মাস্তানতুয়োনো। বৃহস্পতিবার (১৮ জুন) নিজেদের গ্রুপে প্রথম ম্যাচে রিভারপ্লেট ৩-১ গোলে হারিয়েছে উরাওয়া রেডসকে। ম্যাচে গোল না পেলেও দারুণ পারফর্ম করেছেন ১৭ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার। বিশ্বকাপ শেষ করে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন তিনি।


সরাসরি দেখা না হলেও আর্জেন্টিনার বিস্ময়বালক মাস্তানতুয়োনোর প্রশংসায় পঞ্চমুখ রিয়ালের কোচ শাবি। এই ১৭ বছর বয়সী তরুণের 'পরিপক্কতা' দেখে মুগ্ধ রিয়ালের কোচ এবং ভবিষ্যতে এই আর্জেন্টাইনের 'অবিশ্বাস্য' ক্যারিয়ারের ভবিষ্যদ্বাণীও করেছেন তিনি। সাথে এটাও যোগ করেছেন, যে তরুণ এই মিডফিল্ডার তার পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হতে যাচ্ছেন।


আরও পড়ুন: নিজের চেয়ে ১৩ বছরের বড় নারীর সঙ্গে প্রেম করছেন ইয়ামাল!


ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের উদ্বোধনী ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মাস্তানতুয়োনোর ব্যাপারে কোচ শাবি বলেন, 'ফ্রাঙ্কো (মাস্তানতুয়োনো) সম্পর্কে বলতে গেলে...আমরা খুব খুশি, কারণ সে এমন একজন তরুণ, যার বর্তমান অসাধারণ এবং ভবিষ্যৎও দারুণ সম্ভাবনাময়। মাঠের বাইরে তার পরিপক্কতা স্পষ্টভাবে প্রতিফলিত হয়। তার সঙ্গে যেসব কথা বলেছি, তাতে আমি মুগ্ধ হয়েছি, তার উচ্চাকাঙ্ক্ষা আর পরিণত মনোভাব দেখে। এসব কিছু হঠাৎ করে হয় না। আমরা তাকে রিভার প্লেটে অনুসরণ করছি, যেখানে সে এমন কিছু ধাপ নিচ্ছে, যেগুলোই তাকে রিয়াল মাদ্রিদ পর্যন্ত নিয়ে এসেছে। সে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এক খেলোয়াড় হবে।'


মাস্তানতুয়োনোকে আর্জেন্টিনার গত এক দশকের সেরা প্রতিভা হিসেবে বিবেচনা করা হচ্ছে। বড় ম্যাচে জ্বলে ওঠার দারুণ গুণ আছে তার। গত এপ্রিলে বোকা জুনিয়র্সের বিপক্ষে ক্লাসিকোয় দুর্দান্ত এক ফ্রি-কিক গোলে বিস্ময় জাগিয়েছিলেন তিনি। তার পারফরম্যান্সের কারণে অনেকদিন ধরেই রিয়াল তার দিকে নজর রাখছিল। এবারের দলবদলে পিএসজি তার দিকে হাত বাড়ালে দৃশ্যপটে হাজির হয় রিয়াল। মাস্তানতুয়োনো রিয়ালকে অগ্রাধিকার দেয়ায় শেষ পর্যন্ত এই চুক্তি সম্পন্ন হয়। 

]]>
সম্পূর্ণ পড়ুন