সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন শ্যাম বেনেগাল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০বছর।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে নির্মাতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ইন্ডিয়া টুডেকে এ তথ্য নিশ্চিত করেন শ্যাম বেনেগালের কন্যা পিয়া বেনেগাল।
জানা যায়, বার্ধক্যজনিত কারণ ও কিডনি সংক্রান্ত জটিলতায় মৃত্যু হয় তার। মৃত্যুর কিছুদিন আগেই গত ১৪ ডিসেম্বর নিজের জন্মদিন পরিবার ও বন্দুবান্ধবের সঙ্গে কাটিয়েছিলেন গুণী এ নির্মাতা।
আরও পড়ুন: শুভকে পরিশ্রমী নায়ক বললেন শ্যাম বেনেগাল
শ্যাম বেনেগালের জন্মদিনে উপস্থিত ছিলেন অভিনেতা কুলভূষণ খরবন্দা, নাসিরুদ্দিন শাহ, দিব্যা দত্ত, শাবানা আজমি, রজিত কাপুর ও অতুল তিওয়ারি। ছিলেন শশী কাপুরের পুত্র কুণাল কাপুরও।
আরও পড়ুন: ‘মুজিব’-এর ট্রেলার নিয়ে সমালোচনার জবাব দিলেন শ্যাম বেনেগাল
সত্তর থেকে আশি দশকের ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্মাতাদের একজন মনে করা হতো তাকে। নির্মাতার উল্লেখযোগ্য কিছু সিনেমা হলো ‘মন্থন’, ‘অঙ্কুর’, ‘ভূমিকা’, ‘জুনুন’, ‘মান্ডি’, ‘নিশান্ত’, ‘মুজিব: একটি জাতির রূপকার’ ইত্যাদি।
]]>