বরিশালে স্ত্রীকে মারধরের পর গলা টিপে হত্যার অভিযোগ

৪ দিন আগে
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর নির্যাতনে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে ।

রোববার (১১ মে) রাত ৮টার দিকে নিজ ঘরে এই ঘটনা ঘটে।


নিহত নারীর নাম সাগরিকা (২৪)। তিনি ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া গ্রামের রমেশ হালদারের মেয়ে।


২০১৬ সালে পারিবারিকভাবে সাগরিকার বিয়ে হয় মাধব সরদারের সঙ্গে। তাদের সংসারে রয়েছে ৬ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে পারিবারিক ঝগড়ার একপর্যায়ে মাধব সরদার স্ত্রী সাগরিকাকে মারধর করেন এবং গলা টিপে ধরলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই মাধব ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে যান।


আরও পড়ুন: প্রেম করে বিয়ে, দেড় বছর পর স্ত্রীকে খুনের অভিযোগ


বরিশাল বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, সোমবার সকালে সাগরিকার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির কেউ বাড়িতে নেই। একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

]]>
সম্পূর্ণ পড়ুন