বরিশালে শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামিকে পিটিয়ে হত্যা

২ সপ্তাহ আগে
বরিশালে মো. সুজন নামে শিশুকে ধর্ষণচেষ্টা মামলার এক আসামি গণপিটুনিতে নিহত হয়েছেন।

শনিবার (১৫ মার্চ) বিকেলে বরিশাল নগরীর ধান গবেষণা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুজন ধান গবেষণা এলাকার মনির হোসেনের ছেলে।


প্রত্যক্ষদর্শীরা জানান, সুজন শুক্রবার (১৪ মার্চ) ধান গবেষণা এলাকার এক শিশুকে ধর্ষণচেষ্টা করেন। এ ঘটনায় শিশুটির পরিবার বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার পর স্থানীয়রা শনিবার দুপুরে সুজনকে ধরে গাছে বেঁধে মারধর করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: মেয়েকে ধর্ষণের মামলা তুলে না নেয়ায় বাবাকে ‘হত্যা’

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘সুজন শিশু ধর্ষণচেষ্টা মামলার আসামি। তাকে স্থানীয়রা মারধর করে পুলিশে দেন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’


তিনি জানান, নিহতের পরিবার থেকে অভিযোগ দিলে হত্যা মামলা হবে। নতুবা অপমৃত্যুর মামলা দায়েরের পর লাশের ময়নাতদন্ত করা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন