মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী যাত্রীবাহী বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীরা ছিটকে পড়ে আহত হন।
খবর পেয়ে গৌরনদী হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
আরও পড়ুন: বরিশালে শ্রমিকদের দুপক্ষের মুখোমুখি অবস্থান, দিনভর উত্তেজনা
কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের সবাই আশঙ্কামুক্ত।
গৌরনদী হাইওয়ে পুলিশ জানায়, অতিরিক্ত গতি ও চালকের অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।’
স্থানীয়রা জানিয়েছেন, মহাসড়কের ওই অংশে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাব রয়েছে, যা যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি করেছে।
]]>
১ সপ্তাহে আগে
৫






Bengali (BD) ·
English (US) ·