বরিশালে মিষ্টি বিতরণকে কেন্দ্র করে ছাত্রদল নেতা নিহতের ঘটনায় মামলা

১ সপ্তাহে আগে
আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় উপলক্ষ্যে বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নে ছাত্রদলের মিষ্টি বিতরণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল নেতা রবিউল ইসলাম (২৪) নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) ২১ জনকে আসামি করে হত্যা মামলাটি দায়ের করেন রবিউলের বাবা মিজানুর রহমান দুলাল হাওলাদার। এছাড়া ৮-১০ জনকে অজ্ঞাত আসামি করা হয় ওই মামলায়। মামলা নং ৭।

 

মামলায় আসামিরা হলেন ১।  মো. আউয়াল হাওলাদার ২। মো. আমির খান (৩২) ৩। ফিরোজ চৌকিদার (৩৫) ৪। নাবিদ হাসান শান্ত (২৬) ৫। মো. এমদাদুল (২৫) ৬। জহিরুল ইসলাম (৩২) ৭। শফিউল আযম শাহীন ফরাজী (৫০) ৮। আমিনুল ইসলাম লিপন (৫০) ৯। মিজানুর রহমান কবিরাজ (৪০) ১০। মিলন সরদার (৩৫) ১১। সাইদুর রহমান (৪৮) ১২। সুজন হাওলাদার (৩৮) ১৩। বাবুল হাওলাদার আম বাবুল (৪৮) ১৪। রোকন মোল্লা (৩৫) ১৫। সাদ্দাম বেপারী (৩৩) ১৬। খান মোহাম্মদ সোহাগ (২৮) ১৭। শফিকুল ইসলাম (২৮) ১৮। রফিক মুন্সি ইউনুস হাওলাদার(২৮) ১৯। রাজু হাওলাদার (৩৩) ২০। সুমন বেপারী (৩৫) ২১। আব্দুল্লাহ হাওলাদার (২৩)সহ অজ্ঞাতনামা ৮/১০ জন।

 

বিষয়টি নিশ্চত করে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত পলাশ চন্দ্র সরকার বলেন, ‘আমরা আসামিদের গ্রেফতারের চেষ্টা করছি। আশা করি খুব শীঘ্রই আসামিদের গ্রেফতার করতে সক্ষম হবো।’

 

স্থানীয় সচেতন সমাজ মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত হওয়ার আশংকা করে বলেন, ‘এ বিষয়ে প্রশাসনের নিখুঁত তদন্ত ও মিডিয়ায় সিসিটিভি ফুটেজ প্রকাশ করা উচিত। অন্যথায় একটি পক্ষ মামলাটি ভিন্যখাতে প্রভাবিত করে বানিজ্য করতে পারে।’

 

তবে মামলাটি ভিন্যখাতে প্রবাহিতের বিষয়টি উড়িয়ে দিয়েছে থানা কর্তৃপক্ষ।

 

আরও পড়ুন: শেখ হাসিনার ফাঁসির রায় /বরিশালে মিষ্টি বিতরণ অনুষ্ঠানে সংঘর্ষে সাবেক ছাত্রদলনেতা নিহত

 

এর আগে ১৮ নভেম্বর বিকালে  উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের পুলিশ ফারির সামনে আলতাফ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহম্মেদ খান, উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স ও ইউপি চেয়ারম্যান কামরুল আহসান হিমু খানসহ সহস্রাধিক স্থানীয় লোকজন।

 

নিহত রবিউলের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেন জানাজা নামাজে উপস্থিত জনতা। এসময় সুষ্ঠ তদন্ত করে দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানায় বিএনপির নেতারাসহ নিহতের পরিবার।

 

উল্লেখ্য ১৭ নভেম্বর (সোমবার) সন্ধ্যায় আগরপুর এনআরবিসি ব্যাংকের সামনে বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নে ছাত্রদলের মিষ্টি বিতরণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নিহত রবিউল ইসলাম(২৪) ছুরিকাঘাতে নিহত হয়।

 

নিহত রবিউল জাহাঙ্গীর নগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রদলের এক পক্ষ মিষ্টি বিতরণ করতে থাকলে ছাত্রদলের অন্য পক্ষকে আমন্ত্রণ না দেয়ায় বাকবিতণ্ডার মধ্যে এই সংঘষের সূত্রপাত ঘটে।

]]>
সম্পূর্ণ পড়ুন