বরিশালে নদী ভাঙনে জমি-ঘর বিলীন

২ দিন আগে
বরিশালের বানারীপাড়ার বাইশারী ইউনিয়নে সন্ধ্যা নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে বসতঘর, জমি ও গাছপালা।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে এ ভাঙন শুরু হয় এবং মুহূর্তেই তা তীব্র আকার ধারণ করে।


ভাঙনের শুরুতেই প্রায় ৫০ শতক জমি, বসতবাড়ি, ফলজ ও বনজ গাছপালা নদীর গর্ভে হারিয়ে যায়। ভাঙনের হুমকিতে রয়েছে আশপাশের আরও কয়েকটি ঘরবাড়ি।


স্থানীয়রা জানান, সন্ধ্যা নদীর ভাঙন দীর্ঘদিন ধরেই তাদের জন্য আতঙ্কের কারণ। প্রতি বর্ষা মৌসুমে নদীর তীরবর্তী গ্রামগুলোতে ভাঙন দেখা দেয়। তবে এবারের ভাঙন হঠাৎ এবং ভয়াবহ রূপ ধারণ করেছে।


ভুক্তভোগী মো. আবুবকর ঘরামি বলেন, ‘আমাদের মাথাগোঁজার শেষ আশ্রয়টুকু নদীতে চলে গেছে। পরিবার নিয়ে এখন কোথায় যাব? সবকিছু হারিয়ে আমরা নিঃস্ব হয়ে গেছি।’


আরও পড়ুন: মধুপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, ক্লিনিক ভাঙচুর


স্থানীয় বাসিন্দা ওয়াসিম মৃধা জানান, সকালে মুহূর্তেই কয়েকটি বসতঘর নদীতে হারিয়ে যায়। এতে তার মামার বসতঘরসহ বহু গাছপালা সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। বর্তমানে ভাঙনের হুমকিতে রয়েছে আরও কয়েকটি ঘরবাড়ি।


জনপ্রতিনিধিরা জানিয়েছেন, দ্রুত ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে।


এ বিষয়ে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি উদঘাটনে কাজ শুরু হয়েছে। পাশাপাশি ভুক্তভোগী পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেয়ার আশ্বাসও দেয়া হয়েছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন