বরিশালে তাজিয়া মিছিল দেখতে জনতার ভিড়

৪ সপ্তাহ আগে
পবিত্র আশুরা উপলক্ষে বরিশালে তাজিয়া মিছিল বের করা হয়েছে। রোববার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় নগরের পশ্চিম কাউনিয়া গোলচত্ত্বর এলাকা থেকে পাক পাঞ্জাতন পরিষদ বরিশালের উদ্যোগে এই মিছিল বের করা হয়।

এ সময় তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীরা ইয়া হাসান, ইয়া হোসেন বলে স্লোগান দিতে থাকেন। মিছিলে বাদ্য বাজনাসহকারে প্ল্যাকার্ড ও নানা রঙের পতাকা নিয়ে আসতে দেখা যায়।

 

পাক পাঞ্জাতন পরিষদের সভাপতি মো. বাদশা ফকিরের নেতৃত্বে মিছিলটি বিভিন্ন ধর্মীয় স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন, কালো ও বিভিন্ন রঙেন পতাকা নিয়ে মিছিলটি বগুরা রোড, সদর রোড, হাসপাতাল রোড হয়ে আবার পশ্চিম কাউনিয়া গোলচত্ত্বর গিয়ে শেষ হয়।

 

আরও পড়ুন: রাজধানীতে ‘হায় হোসেন’ ‘হায় হোসেন’ ধ্বনিতে তাজিয়া মিছিল শুরু

 

অপরদিকে মিছিল দেখতে উৎসুক জনতা রাস্তার দুপাশে ভিড় জমায়। তবে নগরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। পুলিশসহ বিভিন্ন আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা মিছিলের সঙ্গে অবস্থান করছিলেন। এছাড়া মিছিল শুরুর আগে অনুষ্ঠানস্থলে সেনাবাহিনীর একটি টিম অবস্থান নেয়।

 

আরও পড়ুন: বোমা হামলার ৭ বছর পর রাতের তাজিয়া মিছিল

 

এদিকে পবিত্র আশুরা উপলক্ষে সন্ধ্যার পর ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। পাক-পাঞ্জাতন পরিষদ বরিশালের সহ-সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করবেন হযরত মাওলানা আরিফ বিল্লাহ পাঞ্জাতনী। বিশেষ বক্তা হিসেবে থাকবেন হযরত মাওলানা মো. হুমায়ুন কবির।

]]>
সম্পূর্ণ পড়ুন