বরিশালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

৪ সপ্তাহ আগে
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে। এ সময় নতুন করে আরও ৩০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (৭ জুলাই ) এসব তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান।


মৃতরা হলেন: বরিশালের বাবুগঞ্জ উপজেলার আব্দুস ছালামের মেয়ে ছনিয়া (২৮) এবং বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ইউছুফ মিয়ার ছেলে মো. সাইফুল (৩৫)।


স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় দফতর জানায়, বর্তমানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত ৭৯ জন রোগী ভর্তি আছে। চলতি বছরের শুরু থেকে বরিশাল বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন মোট ৫ হাজার ৫৬৩ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪৪৬ জন। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে। এছাড়া বরিশাল বিভাগের মধ্যে বরগুনা জেলায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা তুলনামূলকভাবে সবচেয়ে বেশি।


আরও পড়ুন: ডেঙ্গুতে সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩


বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ‘ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক। আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। তবে আমাদের চিকিৎসা সক্ষমতা সীমিত, তাই প্রতিরোধেই জোর দিতে হবে। বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, পানি জমতে না দেয়া এবং মশা নিধনের কার্যকর ব্যবস্থা নেয়া এখন সময়ের দাবি।’


তিনি আরও বলেন, ‘ব্যক্তিগত সচেতনতা ও সামাজিক উদ্যোগ ছাড়া ডেঙ্গু রোধ করা সম্ভব নয়।’

]]>
সম্পূর্ণ পড়ুন