বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৪ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার পশ্চিম বামরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মুন্সীগঞ্জের লৌহ জং থানার খবিয়া গ্রামের সবুজের স্ত্রী তুফানী (৩৫) ও শরিয়তপুরের পালং থানার চর জংশন গ্রামের তৌহিদুল ইসলামের স্ত্রী রাজিয়া (৩০)। তুফানীর আট এবং ১২ বছরের ২ ছেলে রয়েছে। এবং রাজিয়ার এক মেয়ে ও ৩ ছেলে সন্তান রয়েছে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. বিপুল হোসেন জানান, বিকেল ৪ টার দিকে বেদে সম্প্রদায়ের লোকজন নিয়ে বরিশালের উদ্দেশে যাচ্ছিল একটি ট্রাক। দ্রুতগতির ওই ট্রাকটি দুর্ঘটনাস্থল অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের পুকুরে উল্টে পড়ে।
আরও পড়ুন: গোপালগঞ্জে ট্রাকচাপায় গৃহবধূ নিহত
তিনি আরও জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ২৩ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে তাদের উজিরপুর উপজেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা দুই নারীকে মৃত ঘোষণা করেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সময় সংবাদকে আহত রাজু জানান, মাদারীপুরের মোস্তফাপুর থেকে তারা পিরোজপুরের মঠবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হন। তাদের সম্প্রদায়ের ১৫ টা পরিবারের অন্তত ৪০ জন ছিল ট্রাকে। বেপরোয়া গতিতে চালানোয় দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি।
ট্রাকে থাকা আরেক যাত্রী সাফিয়া আক্তার জানান, তারা কুরবানির ঈদ করতে মোস্তফাপুর গিয়েছিলেন। বেদে সম্প্রদায়ের হওয়ায় তারা গ্রামে ঘুরে ঘুরে তাবিজকবজ বিক্রি করেন। পিরোজপুরের উদ্দেশ্যে আজ রওনা হলে পথে বরিশালে হতাহতের শিকার হতে হয় তাদের। আহতদের সুচিকিৎসা এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর দাবি করেন তারা।