বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার চরমোনাইতে সাহেবেরহাট চ্যানেল ও কালাবদর নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, ৮ জন যাত্রী নিয়ে স্পিডবোটটি বরিশাল থেকে ভোলায় যাচ্ছিল। চরমোনাই এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে স্পিডবোটটি ডুবে যায়। স্থানীয়দের সহযোগিতায় কয়েকজন যাত্রীকে উদ্ধার করে বরিশাল শের-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়।
আরও পড়ুন: চাঁদপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদ জানান, হাসপাতালে আনার পর এক যাত্রী মারা গেছেন। তার বয়স আনুমানিক ৫০ বছর। তবে তার পরিচয় শনাক্ত হয়নি।
ওসি সনাতন চন্দ্র সরকার জানান, নৌ পুলিশের একটি দল দুর্ঘটনাস্থলে রয়েছে। নিখোঁজদের সন্ধানও চলছে।