বরিশালে জাটকাসহ আটক ৫, আনসার সদস্য আহত

২ সপ্তাহ আগে
বরিশালের মেহেন্দীগঞ্জে নিয়মিত টহল দিতে গিয়ে মৎস্য অধিদপ্তর ও আনসার সদস্যদের অভিযানিক দলের উপর হামলা হয়েছে। এই ঘটনায় এক আনসার সদস্য আহত হয়েছেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) ভোর ৫টার দিকে মেঘনার শাখা নদী ও কালাবদর নদীর মোহনায় অবস্থিত বাখরজা, লালবয়া ও মালদ্বীপ চরের মাঝামাঝি স্থানে এই ঘটনা ঘটে।

 

জানা গেছে, অভিযানে অংশ নেয়া দলটি একটি ট্রলারকে থামতে ইশারা করেছিল, তবে ট্রলারটির ভিতরে থাকা জাটকা পাচারকারীরা হঠাৎ করে আক্রমণ করে। এই হামলায় এক আনসার সদস্য আহত হন, পরে তাকে মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

 

অভিযানে ৫ জনকে আটক করা হয়েছে এবং ১৪ ড্রাম জাটকা (প্রায় ১৪ মন) উদ্ধার করা হয়েছে। এছাড়া, ট্রলারটিও জব্দ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

আরও পড়ুন: নাজিরপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে শোডাউন

 

আটক ব্যক্তিরা হলেন: মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা চানপুর ইউনিয়নের ফুলচড়ি গ্রামের আ. বারেক হাওলাদারের ছেলে মো. সাইফুল ইসলাম, চরলোতা গ্রামের হাশেম বেপারী ছেলে আবুল কালাম (৫০), দড়িচর খাজুরিয়া গ্রামের মো. নাঈম (৩৫) এবং দড়িচর খাজুরিয়া জয়নাল মাতবরের ছেলে মো. আজিজুল ইসলাম (২২)।

 

এছাড়া, আহত আনসার সদস্য বরিশাল মেহেন্দীগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামের কামাল ফরাজীর ছেলে মো. শাহীন ফরাজী।

 

স্থানীয় প্রশাসন এবং মৎস্য বিভাগ জানিয়েছে, জাটকা রক্ষায় চলমান নিষেধাজ্ঞা কার্যকর করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। তারা আরও জানান, জাটকা আহরণ এবং পাচার বন্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন