নিহতের স্ত্রী নাসিমা বেগম জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে তাদের বসত ঘরের দরজায় কে বা কারা ধাক্কা দেয়। এ সময় তার স্বামী দরজা খুলে দিলে কিছু বুঝে ওঠার আগেই একজন লোক ছুরি দিয়ে কুপিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। ডাক চিৎকার শুনে তাকে বাঁচাতে যাওয়ার পূর্বেই হত্যাকারী পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহতের ভাতিজা লিটন হাওলাদার জানান, তার চাচা সত্তার হাওলাদারের সাথে এলাকায় কারো সাথে তেমন কোনো শত্রুতা নেই। কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে তার বোধগম্য নয়।
বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাহিদ হাসান জানান, নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাত করায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে নিয়ে আসার পূর্বেই হাজী আব্দুস সত্তার হাওলাদারের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: চাঁদা না পেয়ে প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখমের অভিযোগ
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, 'কে বা কারা ঘরে ঢুকে একজনকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। যত দ্রুত সম্ভব হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে