বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় বরিশালের সিএন্ডবি রোডে বিএনপি নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা, বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার এজাহারভুক্ত আসামি জসিম উদ্দিন। এসব মামলায় তার বিরুদ্ধে হত্যাচেষ্টা ও রাজনৈতিক সহিংসতার অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, ঘটনার পর থেকেই জসিম আত্মগোপনে চলে যান। দীর্ঘদিন পলাতক থাকার পর বুধবার স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: ভারতে পালানোর সময় যুবলীগ নেতা নাজিম গ্রেফতার
জানা গেছে, জসিম উদ্দিন বরিশাল নগরীর সাগরদী এলাকার বাসিন্দা ও হাজী মো. শুক্কুর আলী হাওলাদারের ছেলে। তিনি ২০২৪ সালের মে মাসে অনুষ্ঠিত সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হন। বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরনের ঘনিষ্ঠ সহচর হিসেবে রাজনৈতিক অঙ্গনে পরিচিতি পাওয়া জসিম উদ্দিন হিরনের মৃত্যুর পর আওয়ামী লীগ সরকারের সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের অনুসারী হিসেবে দলীয় কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
সর্বশেষ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মেয়র পদে মনোনয়ন ফরমও সংগ্রহ করেছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, তাকে গ্রেফতারের পর আদালতে হাজির করা হবে এবং আইনি প্রক্রিয়ায় পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।