বরিশাল-ভোলা মহাসড়ক অবরোধ, পুলিশের লাঠিপেটায় সড়ক ছাড়ল শিক্ষার্থীরা

৪ সপ্তাহ আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে বিআইটি মডেলের স্বতন্ত্র কমিশন গঠনের একদফা দাবিতে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা বরিশাল-ভোলা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। টানা চার ঘণ্টা সড়ক অবরোধের পর পুলিশের লাঠিচার্জে তারা সড়ক ছেড়ে কলেজ গেটে ফিরে অবস্থান নেন।

বুধবার (৯ জুলাই) সকাল ১০টা থেকে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। তারা মহাসড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেন। এতে করে বরিশাল-ভোলা সড়কের দুপাশে ব্যাপক যানজট দেখা দেয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।


শিক্ষার্থীদের দাবি, তারা দীর্ঘ দুই মাস ধরে একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন চালিয়ে আসছেন। বিআইটি মডেলের মতো স্বাধীন কমিশন গঠনের দাবিতে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে একাডেমিক শাটডাউন পালন করছেন। কিন্তু কর্তৃপক্ষ এ দাবির প্রতি কর্ণপাত না করায় আজকের অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।


তাদের অভিযোগ, শান্তিপূর্ণ অবরোধ চলাকালে পুলিশ লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করেন আন্দোলনকারীরা।


অবরোধের খবর পেয়ে বন্দর থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে কলেজ ক্যাম্পাসের সামনে অবস্থান নেয় এবং সেখানেই বিক্ষোভ চালিয়ে যেতে থাকেন।


আরও পড়ুন: বিআইটি গঠনের দাবিতে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ


বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এবং অন্যান্য দায়িত্বশীল মহলে চিঠি পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। বিষয়টি দ্রুত সমাধানে কাজ চলছে।’


আন্দোলনরত শিক্ষার্থীরা সাফ জানিয়ে দিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সড়ক বা ক্যাম্পাস থেকে ফিরে যাবেন না। আন্দোলন আরো জোরদার করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

]]>
সম্পূর্ণ পড়ুন