মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে হিসাব অনুযায়ী এ তথ্য জানা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।
মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন বরগুনা জেলা হাসপাতালে এবং একজন বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
আরও পড়ুন: ফেনীতে একদিনে সর্বোচ্চ ২৬ জনের ডেঙ্গু শনাক্ত
মৃতরা হলেন: বরগুনার বাসিন্দা অসীম সিকদার (৩৮), আবদুল হক (৬৮) এবং বাবুল (৩৩)।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে বরিশালের শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন। বরিশালের অন্যান্য হাসপাতালে চার, বরগুনায় ৫৭, পটুয়াখালীতে ৩৫, পিরোজপুরে ১৪, ভোলায় চার এবং ঝালকাঠিতে আটজন চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: সেপ্টেম্বরের শেষেও ডেঙ্গু ভয়ংকর, আরও ৩ মৃত্যু
বর্তমানে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৪১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে বরগুনা জেলায় সবচেয়ে বেশি ১৪৪ জন চিকিৎসা নিচ্ছেন। শুধু ওই জেলাতেই ডেঙ্গুতে এ পর্যন্ত মারা গেছেন ১৪ জন। বরিশালের হাসপাতালগুলোতে বর্তমানে ১১৬ জন রোগী চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, মৌসুমের শেষ দিকে এসে ডেঙ্গু আক্রান্ত ও মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে। তাই সবাইকে আরও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।