বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাত ১২টা দিকে আমতলী উপজেলার বাঁধঘাট চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, রাতে হঠাৎ সড়কের পাশে দাঁড়িয়ে থাকা স্বর্ণা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের ঘটনা না ঘটলেও বাসটির ৭০ থেকে ৮০ ভাগ পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আরও পড়ুন: বরিশালে থেমে থাকা ট্রাকে দুর্বৃত্তদের আগুন
আমতলী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. আবু হানিফ বলেন, ‘স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে এসে আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বাসটির ৭০ থেকে ৮০ ভাগ পুড়ে গেছে। দেশের চলমান ঘটনা প্রবাহের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বলে আমাদের ধারণা।’
]]>
৩ দিন আগে
৩








Bengali (BD) ·
English (US) ·