বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে ঢাকার মীরপুর-১ এর শাহ আলী মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
তার নাম মো. ছলেমান (৪৮)। তিনি বরগুনার তালতলী উপজেলার জাকিরতবক গ্রামের ছাদেম আলী মীরের ছেলে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র্যাব।
আরও পড়ুন: সময় নিউজে সংবাদ প্রকাশ: বরগুনা জেলা মুক্তিযোদ্ধা দলের কমিটি স্থগিত
র্যাব-৮ এর অন্তর্ভুক্ত পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসানের সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গ্রেফতাকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরগুনা জেলার তালতলী থানায় থানায় হস্তান্তর করা হয়েছে।