শুক্রবার (২৭ জুন) বরগুনার সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এছাড়া জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ২৫১ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ২০২ জন, আমতলী উপজেলায় ৭ জন, তালতলী উপজেলায় ৯ জন, পাথরঘাটা ৬ জন, বামনায় ১৭ জন এবং বেতাগী উপজেলায় ১০ জন চিকিৎসাধীন।
এছাড়া জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের মধ্যে সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৬৬ জন, তালতলী উপজেলায় ২৪ জন, বামনা উপজেলায় ৬৮ জন, বেতাগী উপজেলায় ২৬ জন, আমতলী উপজেলায় ১৯ জন এবং পাথরঘাটা উপজেলায় ১০৮ জন।
আরও পড়ুন: বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ৮১
অন্যদিকে, জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ২৩ জনের মধ্যে ২২ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায় এবং একজনের বাড়ি পাথরঘাটা উপজেলায়।
এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘দিন যত বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ততই বাড়ছে। কিছুতেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে আসছে না। এমনিতেই এখন আমাদের চিকিৎসা সেবা প্রদান করতে বেগ পেতে হচ্ছে। এরকম পরিস্থিতি চলতে থাকলে সবকিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।’
এ সময় তিনি স্থানীয়দের সচেতন হওয়ার পাশাপাশি ব্যাপক পরিসরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান এবং মশক নিধন কার্যক্রম পরিচালনার তাগিদ দেন।