বরগুনা জেলা শ্রমিক লীগের আহ্বায়ক গ্রেফতার

২ সপ্তাহ আগে
বরগুনায় জেলা শ্রমিক লীগের আহ্বায়ক আ. হালিম মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে বরগুনা থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে নয়টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ জানায়, গত ৪ ফেব্রুয়ারি বরগুনা সদর থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলার এজাহারভুক্ত আসামি মো. আব্দুল হালিম মোল্লা। এছাড়াও তার বিরুদ্ধে ২টি চাঁদাবাজি, ১টি বিস্ফোরক আইন, মাদক আইনে ১টি এবং বিভিন্ন ধারায় ৪টিসহ মোট ৯টি মামলা রয়েছে।

 

আরও পড়ুন: চাঁদপুর জেলা আ.লীগের সহসভাপতিসহ গ্রেফতার ৩

 

গত বছরের ৫ আগস্টের পর চাঁদাবাজি মামলায় গ্রেফতার করা হলে আদালত থেকে জামিন পেয়ে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করে লিফলেট বিতরণ, শেখ হাসিনার নামে ঈদ উপহার বিতরণসহ জয়বাংলা পরিষদ ডিজিটাল প্লাটফর্ম তৈরিসহ নানা কর্মসূচি করে আসার অভিযোগ রয়েছে আ. হালিম মোল্লার বিরুদ্ধে।

 

এ বিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান বলেন, রাত ১২টার দিকে লাকুরতলা এলাকা থেকে জেলা শ্রমিক লীগের আহ্বায়ক হালিম মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। তিনি বরগুনা থানার বিশেষ ক্ষমতা আইনের মামলার এজাহারনামীয় আসামি। হালিম মোল্লা বিভিন্ন সময় আইনশৃঙ্খলা অবনতি ঘটানোসহ রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্য কাজ করে আসছিল। তার বিরুদ্ধে  সর্বমোট ৯টি মামলা রয়েছে। তাকে সকালে আদালতে হাজির করা হবে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন