বরগুনা জেলা ছাত্রলীগ সভাপতির দুই ভাই গ্রেফতার

২ সপ্তাহ আগে
পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দিয়ে আসামি পালিয়ে যাওয়ায় সহায়তার অভিযোগে বরগুনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৫ মে) বিকেলে তাদের গ্রেফতার করা হয়। পরে রাতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গবার তাদের আদালতে হাজির করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


গ্রেফতার দু'জন হলেন, জহিরুল কবির জহির ও ওবায়দুল কবির। তারা দু'জন বরগুনা জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি রেজাউল কবির রেজার আপন বড় ভাই। এদের মধ্যে জহিরুল কবির জহির ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক।

আরও পড়ুন: জামালপুরে পরীক্ষায় অংশ নিতে এসে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

পুলিশ জানায়, বরগুনা সদর থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামি জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি রেজাউল কবির রেজাকে গ্রেফতার করতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় জহির ও ওবায়দুল রেজাকে গ্রেফতার করতে বাধা দেন। এ সুযোগে পালিয়ে যান রেজা। এ সময় জহির ও ও ওবায়দুল অভিযানে থাকা পুলিশ সদস্যদের কামড় ও আঁচড় দিয়ে আহত করেন। আহত পুলিশ সদস্যরা বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।


এ বিষয়ে বরগুনা সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং আসামি পালিয়ে যেতে সহযোগিতার অভিযোগে জহির ও ওবায়দুলকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গবার তাদের আদালতে হাজির করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন