বরখাস্ত হলেন উলভারহ্যাম্পটনের কোচ গ্যারি ও’নিল

৩ সপ্তাহ আগে
প্রিমিয়ার লিগের ম্যাচে গত শনিবার (১৪ ডিসেম্বর) নিজেদের মাঠে ইপসউইসের কাছে ২-১ গোলে হেরেছে উলভারহ্যাম্পটন। আর এই হারে কপাল পুড়েছে উলভসের প্রধান কোচ গ্যারি ও’নিলের। ঘরের মাঠে এমন হারের কারণে তাকে বরখাস্ত করেছে ক্লাবটি।

প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ১৬ ম্যাচ খেলে মাত্র ৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১৯তম স্থানে আছে উলভস। সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, উলভারহ্যাম্পটন একটি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এবং পরিবর্তনের অংশ হিসেবে তারা কোচ গ্যারি ও’নিলকে বরখাস্ত করেছে। 

 

আরও পড়ুন: বাজারে মেসি-রোনালদোর দরপতন, কার মূল্য কত?

 

গ্যারি ও’নিলের অধীনে লিগে ১৬ ম্যাচে মাত্র দুটিতে জিতেছে উলভারহ্যাম্পটন। এর আগে তিনি বোর্নমাউথের কোচের দায়িত্বে ছিলেন। গত বছর আগস্টে জুলেন লোপেতেগুই-এর স্থলাভিষিক্ত হন গ্যারি ও’নিল। 

 

ইপসউসের কাছে হারার পর স্কাই স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে গ্যারি ও’নিল বলেন, ‘এই দলটিকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যেখানে তারা যেতে প্রস্তুত। এবং আমি তাদের জন্য লড়াই চালিয়ে যাবো। আর এর অর্থ এই নয় যে, আমি বরখাস্ত হবো না। প্রতিটি ফলাফলের জন্য আমার চাকরি হারানোর সম্ভাবনা বেড়ে যাবে। এটি নতুন কিছু নয়।’ 

 

আরও পড়ুন: এক এশিয়ানের আগুনে পুড়ে লিগে প্রথম হার দেখল বায়ার্ন

 

‘আমি আমার নিজের অবস্থান নিয়ে আগ্রহী নই। আমি এই কাজ সম্পর্কে জানি এবং আমি প্রতিদিনই তা করি। আমরা যে পরিস্থিতির মধ্যে তাও আমরা জানি। ভালো পারফরম্যান্সের জন্য এই দলটিকে নিয়ে তারা অনেক কাজ করছে।’ 

 

তিনি আরও বলেন, ‘মানুষ সহজেই আমার দিকে আঙুল তুলতে পারে, কিন্তু কিছু দায়িত্ব খেলোয়াড়দের ওপরও বর্তায়। যখন আমরা ভালো অবস্থানে আসি এবং তখন আমি তাদের সাহায্য করতে পারি না।’ 

]]>
সম্পূর্ণ পড়ুন