বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। প্রায় এক মাস ধরে দাবি আদায়ে আন্দোলন চালাচ্ছেন ববি শিক্ষার্থীরা। গত ৩১ আগস্ট সংবাদ সম্মেলন করে ইউজিসির সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছিলেন তারা। কিন্তু কোনো সাড়া না মেলায় ফের অবরোধ কর্মসূচি দেওয়া হয়।
শিক্ষার্থী মোশাররফ হোসেন বলেন, টানা আন্দোলনেও ইউজিসির টনক নড়েনি, যা খুব হতাশাজনক। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
আরও পড়ুন: রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শেষ
শিক্ষার্থী অমিয় মণ্ডল বলেন, ‘১৪ বছরেও শ্রেণিকক্ষ সংকট কাটেনি। সেশনজট, আবাসন, শিক্ষক সংকট প্রকট। অন্য বিশ্ববিদ্যালয়গুলো হাজার কোটি টাকার বাজেট পেলেও ববির জন্য বরাদ্দ নামমাত্র, যা লজ্জাজনক।’
ববি শাখা শিবিরের সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘ছাত্রসংসদের রোডম্যাপ ঘোষণা না করা প্রশাসনের দুর্বলতা। জুলাই বিপ্লবের চেতনা ধারণে ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ।’
কুয়াকাটাগামী যাত্রী মোফাজ্জেল হোসেন বলেন, ‘অবরোধে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। দাবি আদায় হোক, তবে সড়ক আটকে মানুষের কষ্ট যেন না হয়।’
বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছিল, তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক।
আরও পড়ুন: ডাকসুর ভিপি প্রার্থী জালালের জামিন নামঞ্জুর
শিক্ষার্থীদের দাবি, আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। প্রশাসন এখনও তাদের সঙ্গে আলোচনায় বসেনি।