বছরের প্রথম ম্যাচ সামনে রেখে অনুশীলন শুরু করেছে বিশ্বচ্যম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল স্ক্যালোনির দলের সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। আগামী ২২ মার্চ বিশ্বকাপ বাছাই পর্বে আলবিসেলেস্তেরা লড়বে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে তাও আবার লড়াইটা হবে প্রতিপক্ষের মাঠে।
বুয়েন্স আইরেসে আর্জেন্টিনার জাতীয় দলের অনুশীলনে উপস্থিত ছিলেন স্ক্যালোনির ডাক পাওয়া সব ফুটবলারই। তারপরও একজনের অভাব দেখা গেছে স্পষ্টভাবে। পেশির ইনজুরির কারণে ছিটকে গেছেন দলটির প্রাণ ভোমরা লিওনেল মেসি। অধিনায়ককে ছাড়াই আলবিসেলেস্তেদের লড়তে হবে উরুগুয়ে ও চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষেও।
মেসির ইনজুরি আর্জেন্টিনার স্ট্রাইকারদের সামনে খুলে দিয়েছে নতুন দুয়ার। ৩৭ বছর বয়সী তারকা পার করছেন ক্যারিয়ারের শেষ সময়। আর্জেন্টিনার জাতীয় দলে তার রিপ্লেসমেন্ট খুঁজে পেতে এই দুই ম্যাচেই নজর থাকবে লিওনেল স্ক্যালোনির।
এলএমটেনের যোগ্য উত্তরসূরি হিসেবে সবার আগে থাকবে হুলিয়ান আলভারেজের নাম। ম্যানচেস্টার সিটি ছেড়ে অ্যাতলেটিকো মাদ্রিদে এসে দুর্দান্ত সময় পার করছেন এই ফরোয়ার্ড। চলতি মৌসুমে এরই মধ্যে অ্যাতলেটিকোর হয়ে ২৩টি গোল করেছেন আলভারেজ। নজর কাড়বেন আরেক ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ। ইন্টার মিলানের হয়ে চলতি মৌসুমে ১১ গোল করেছেন এই স্ট্রাইকার।
আরও পড়ুন: ২২ মাস জাতীয় দলের বাইরে থাকার কারণ পরিষ্কার করলেন কোর্তোয়া
অনুশীলনে যোগ দিয়েছেন আর্জেন্টিনার নতুন সেনসেশন থিয়াগো আলমাদা। মেসির যোগ্য উত্তরসূরি হতে পারেন এই ইয়ংস্টারও। এছাড়া অনুশীলনে ছিলেন এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মলিনা, ম্যাক এলিস্টার, রদ্রিগো ডি পলরা। দীর্ঘদিন পর ইনজুরি কাটিয়ে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে ফিরতে প্রস্তুত ক্রিস্টিয়ান রোমেরো। দলে নেই নতুন কোনো ইনজুরি সমস্যা। এখান থেকে সেরা একদশ বেছে নেবেন লিওনেল স্ক্যালোনিরা।
উরুগুয়ে থেকে ম্যাচ খেলে দেশে ফিরে আর্জেন্টিনা অনূর্ধ-২০ দলের সঙ্গে একটি চ্যারিটি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। সম্প্রতি ভয়াবহ বন্যায় দেশটির বাহিয়া ব্লাঙ্কা এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দাতব্য ম্যাচ থেকে অর্জিত অর্থ শহরের একটি হাসপাতালকে দেবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
আর্জেন্টিনার কোচ স্ক্যালোনি বলেন, ‘আমরা অনূর্ধ্ব-২০ দলের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলব। আর এই ম্যাচ থেকে তহবিল সংগ্রহ করে আমরা হাসপাতাল পেনাতে দান করব। এটি বাহিয়া ব্লাঙ্কার গুরুত্বপূর্ণ স্থাপনা। বন্যায় এর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি বিশ্বাস করি আমাদের এই সাহায্যে তারা আবার ঘুরে দাঁড়াবে এবং হাসপাতালটি পুনর্গঠিত হবে।’
আরও পড়ুন: হামজা বাংলাদেশের মেসি: জামাল ভূঁইয়া
এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে অভিনব এক চুক্তি করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। সংস্থাটির সভাপতি ক্লাদিও তাপিয়া ঘোষণা দিয়েছেন চলতি বছর আর্জেন্টিনার প্রতিটি গোলের জন্য বাহিয়া ব্লাঙ্কা এলাকায় একটি ঘর নির্মাণ করবে বেসরকারি প্রতিষ্ঠানটি।
]]>