বন্ধুর স্ত্রীকে ঘরে একা পেয়ে ধর্ষণের অভিযোগ ব্যবসায়ীর বিরুদ্ধে

১ সপ্তাহে আগে
বগুড়ার ধুনটে ইফতারের পর বিশ্রামের সময় ঘরে ঢুকে বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মাহমুদ হোসেন (৪০) নামে এ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে।

ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে শনিবার (২২ মার্চ) রাতে মাহমুদ হোসেনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।


মাহমুদ হোসেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের বগা-জোলাগাতী গ্রামের মোকার আলীর ছেলে। তিনি স্থানীয় বাজারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী।

 

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী একজন অটোভ্যান চালক। আর মাহমুদ হোসেন ক্ষুদ্র ব্যবসার পাশাপাশি সবজি চাষ করে জীবিকা নির্বাহ করে। ফসলের ক্ষেত থেকে সবজি তুলে বাজারে নেয়ার জন্য মাহমুদ প্রতিবেশী ওই গৃহবধূর স্বামীর অটোভ্যান ব্যবহার করে। এ সুবাদে ওই গৃহবধূর স্বামীর সাথে মাহমুদের বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। এ সুযোগে অটোভ্যান চালকের বাড়িতে যাতায়াতের এক পর্যায়ে ওই গৃহবধূর প্রতি দৃষ্টি পড়ে মাহমুদের।

 

আরও পড়ুন: ধর্ষণের অভিযোগ, গুরুতর অবস্থায় হাসপাতালে ৯ বছরের শিশু

 

এ অবস্থায় ১৯ মার্চ স্বামী-স্ত্রী এক সঙ্গে ইফতার শেষে স্বামী বাড়ির অদুরে বাজারে যায়। তখন ওই বাড়িতে অন্য কোনো লোকজন না থাকার সুযোগে মাহমুদ ঘরে ঢুকে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ করেন। এ সময় গৃহবধূর স্বামী ঘরে ঢুকে মাহমুদকে আটকের চেষ্টা করে ব্যর্থ হয়।

 

ঘটনার পর পলাতক থাকায় এ বিষয়ে মাহমুদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

আরও পড়ুন: কুমিল্লায় ধর্ষণ চেষ্টার অভিযোগে ভারতীয় নাগরিক আটক


ধুনট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ভিকটিমের জবানবন্দি রেকর্ড করার জন্য বগুড়া আদালতে এবং শারীরিক পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ মামলার আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন