বন্ধুর অভিনয় দেখতে স্বপরিবারে থিয়েটারে মেসি

৩ সপ্তাহ আগে
জাতীয় দলের জার্সিতে শেষের শুরু করতে যাচ্ছেন লিওনেল মেসি। দীর্ঘ ক্যারিয়ারে শেষবারের মতো ঘরের মাঠে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবেন সর্বজয়ী এই ফুটবলার। নিজ দেশের মাটিতে অনুশীলনের এক ফাঁকে মেসি চলে গেলেন সোজা বুয়েন্স এইরেসের একটি থিয়েটারে, স্বপরিবারে সেখানে বসে দেখলেন বন্ধু নিকো ভাসকেস অভিনীত নাটক রকি।

লোলা মেমব্রিভেস থিয়েটারে ফুটবল মহাতারকার উপস্থিতিতে স্বাভাবিকভাবেই বিস্মিত হয়েছেন দর্শকরা। দাঁড়িয়ে জানিয়েছেন অভিবাদন। নাটক শেষে ভাসকেসের আমন্ত্রণে মঞ্চে গিয়ে আর্জেন্টিনা অধিনায়ক জানিয়েছেন প্রতিক্রিয়া। 

 

মেসি বলেন, ‘সত্যিই চমৎকার। তারা সবাই অসাধারণ। আমার জন্য এটা বিশেষ একটি মুহূর্ত। আমার পরিবারের সব সদস্য খুব একটা বুয়েন্স এইরেসে থাকে না, কারণ তারা সবসময় রোসারিওতে থাকে।’ 

 

আরও পড়ুন: বেতিসে যোগ দিয়ে কান্না ভেজা চোখে খুশির বার্তা দিলেন অ্যান্টনি

 

‘দারুণ এক রাত। আর আপনাদের পাশে থাকতে পারাই আমার কাছে সবকিছু, এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা খুব ভালো করেছেন। এখানে উপস্থিত থাকা এবং আপনাদের সঙ্গে এই সন্ধ্যা উপভোগ করতে পারা আনন্দের। সবাইকে ধন্যবাদ।’ 

 

ROCKY Y LA PULGA: Leo Messi fue a ver la obra del actor argentino Nico Vázquez a un teatro de la Calle Corrientes y habló ante el público presente. 🇦🇷👏

📹 ezequielias (IG) pic.twitter.com/jBl6wrIclZ

— SportsCenter (@SC_ESPN) September 3, 2025

 

বাংলাদেশ সময় আগামী শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোরে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। আগেই মেসি নিশ্চিত করেছেন, বাছাইপর্বে দেশের মাটিতে এটাই তার শেষ। এই উপলক্ষ্য রাঙিয়ে রাখতে পরিবারের সদস্যদের গ্যালারিতে চান মেসি। 

 

আরও পড়ুন: সিটি ছেড়ে তুরস্কের ক্লাবে গুন্ডোগান

 

‘আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, আসব। সৌভাগ্যবশত আমি আসতে পেরেছি। আমার পরিবার আমার সঙ্গে থাকবে।’ 

 

মেসির বিয়ের অনুষ্ঠানে অতিথি ছিলেন ভাসকেস। তবে তার অভিনয় দেখতে যে এবারই প্রথম থিয়েটারে গেলেন মেসি, তা কিন্তু নয়। এর আগে ২০১৬ সালে অ্যাপোলো থিয়েটারে গিয়েছিলেন এল ওত্রো লাদো দে লা কামা দেখতে। সেবার মেসি অভিনয়ও করেছিলেন মঞ্চে।

]]>
সম্পূর্ণ পড়ুন