বনানীতে দুই বার থেকে ১৫ কেজি সিসা জব্দ

৩ সপ্তাহ আগে
রাজধানীর বনানীতে দুটি সিসা বারে অভিযান চালিয়ে ১৫ কেজি সিসা ও হুক্কা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় দুজনকে গ্রেফতার করা হয়।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে প্রথমে গেসিনো নামে একটি সিসা বারে অভিযান শুরু করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। পরে বনানীর ১৭ নম্বর সড়কের ডেল্টা ডালিয়া ভবনে হাবানা সিসা বারে অভিযান চালায় সংস্থাটি।

 

এ সময় দুটি সিসা বারে থেকে ১৫ কেজি সিসা, হুক্কা ১৩টি, কয়লা ১০কেজি ও বিভিন্ন রকম উপকরণ জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। অবৈধভাবে সিসা বার পরিচালনার দায়ে দুজনকে গ্রেফতার করেছে সংস্থাটি।

 

আরও পড়ুন: সাবেক হিট অফিসার বুশরার স্বামীর সিসা লাউঞ্জে পুলিশের অভিযান

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, দীর্ঘদিন ধরে সিসা বারগুলোতে অবৈধভাবে হুক্কা ছাড়াও বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য পরিবেশন করে আসছিল।

]]>
সম্পূর্ণ পড়ুন