সোমবার (১০ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আরাফের বাবা ইঞ্জিনিয়ার আজহারুল ইসলাম জানান, তাদের বাসা বনশ্রী জি ব্লকে। বাসার বিপরীত পাশে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের একটি স্কুলে পড়ে সে। সকালে তাদের বাসার আয়া সোনিয়া আরাফকে স্কুলে নিয়ে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুত গতির ট্রাক তাকে ধাক্কা দেয়।
আরও পড়ুন: আদালতে হাজিরা দিতে যাওয়ার পথে সড়কে ঝরল প্রধান শিক্ষকের প্রাণ
তিনি বলেন, খবর পেয়ে তাকে উদ্ধার করে ফরাজি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
]]>
২ সপ্তাহ আগে
১২






Bengali (BD) ·
English (US) ·