বুধবার (৮ অক্টোবর) চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমানের আদালতে এসব সাক্ষ্যগ্রহণ ও জেরা অনুষ্ঠিত হয়।
আবদুর রহমান বদি এ সময় কেরানীগঞ্জ কারাগার থেকে ভার্চুয়ালি আদালত কার্যক্রমে অংশ নেন।
এর আগে ২০২০ সালের ১৩ সেপ্টেম্বর বিভাগীয় স্পেশাল দায়রা জজ আদালতের তৎকালীন ভারপ্রাপ্ত বিচারক মো. ইসমাইল হোসেন অভিযোগ গঠন করে মামলার আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন।
আরও পড়ুন: টেকনাফের সাবেক এমপি বদিসহ ৪৭৫ জনের বিরুদ্ধে মামলা
সাক্ষীদের মধ্যে রয়েছেন ইসলামি ব্যাংক লিমিটেডের টেকনাফ শাখার তৎকালীন সিনিয়র অফিসার রেজাউল করিম ও সহকারী অফিসার তানভীর আলম।
দুদকের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম রনি বলেন, ‘অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের হওয়া মামলায় আবদুর রহমান বদির বিরুদ্ধে এখন পর্যন্ত মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।’
]]>