বদলে গেল এশিয়া কাপের ম্যাচ শুরুর সময়

৪ সপ্তাহ আগে
জুলাইয়ের শেষ সপ্তাহে এশিয়া কাপের সূচি ঘোষণা করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) জানিয়েছিল, একটি বাদে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো শুরু হবে সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। অর্থাৎ বাংলাদেশ সময় রাত ৮টায় (বাংলাদেশের সময় আরব আমিরাতের চেয়ে ২ ঘণ্টা এগিয়ে)।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, সন্ধ্যা ৬টা নাগাদ আরব আমিরাতে ৪০ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। এত গরমে খেলোয়াড়দের ওপর দিয়ে নিশ্চিতভাবেই ভীষণ ধকল যাবে। তাই ক্রিকেট বোর্ডগুলো আয়োজক কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছিল ম্যাচের সময় পিছিয়ে দেওয়ার জন্য। রাতের দিকে স্বাভাবিকভাবেই গরম আরও কমবে।


সম্প্রচার কোম্পানিকে বিষয়টি জানানোর পর তারা ম্যাচ পিছিয়ে দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে। গ্রুপপর্বের সপ্তমটি বাদে বাকি সব ম্যাচই পিছিয়ে গেছে ৩০ মিনিট করে। অর্থাৎ ১৯টি ম্যাচের মধ্যে ১৮টিই বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে। স্বাগতিক আরব আমিরাত ও ওমানের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। খবর ক্রিকবাজের।


আরও পড়ুন: হাসারাঙ্গাকে নিয়েই শ্রীলঙ্কার এশিয়া কাপের দল


অর্থাৎ ৮টার পরিবর্তে বাংলাদেশের প্রতিটি ম্যাচও সাগে ৮টায় শুরু হবে। ‘বি’ গ্রুপে থাকা টাইগাররা মিশন শুরু করবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে তারা। গ্রুপপর্বের বাধা পেরোতে পারলে সুপার ফোর।


দুটি গ্রুপ থেকে দুটি করে দল সুপার ফোরে যাবে। ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে সুপার ফোরের খেলা। প্রতিটি দলের ২টি করে ম্যাচ শেষে টেবিলের সেরা দুটি দল উঠবে ফাইনালে। ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।

]]>
সম্পূর্ণ পড়ুন