বদলে গেল ইউনাইটেড ফাইন্যান্সের নাম

৩ সপ্তাহ আগে
ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের নাম পরিবর্তন করে ‘ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি’ করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।


এতে বলা হয়, দেশের আর্থিক প্রতিষ্ঠানের তালিকায় ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের নাম পরিবর্তন করে ‘ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি’ করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।
 

এ বিষয়ে ১৫ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক স্বাক্ষর করা একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

আরও পড়ুন: কেন নাম পরিবর্তন করছে বাংলাদেশের ব্যাংকগুলো?


এ সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশে কার্যরত সকল আর্থিক প্রতিষ্ঠান ও তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।


অনেকের মনে প্রশ্ন জেগেছ, হঠাৎ করে আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকগুলো কেন নিজেদের নামের শেষে পিএলসি যোগ করছে। এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, ব্যাংক কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠান আইন অনুযায়ী, এখন থেকে বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নামের শেষে ‘পাবলিক সীমিতদায় কোম্পানি’ বা ‘পিএলসি’ লিখতে হবে।


এ আদেশের অংশ হিসেবেই ধাপে ধাপে প্রতিটি বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নিজেদের নামের সঙ্গে পিএলসি যোগ করছে।

]]>
সম্পূর্ণ পড়ুন