বজ্রপাতে দশ জেলায় প্রাণ গেল ১৬ জনের

৩ সপ্তাহ আগে
দেশের ১০ জেলায় বজ্রপাতে ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লায় ৪ জন, কিশোরগঞ্জে ৪ জন, নেত্রকোনায় ১ জন, চাঁদপুরে ১ জন, হবিগঞ্জে ১ জন, শরীয়তপুরে ১ জন, মৌলভীবাজারে ১ জন, যশোরে ১ জন, মাদারীপুরে ১ জন ও ঝালকাঠিতে ১ জন রয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সময়ে বজ্রপাতে এ মৃত্যুর ঘটনা ঘটেছে।


সময় টিভির প্রতিবেদকদের পাঠানো খবর:


কুমিল্লা

সকাল সাড়ে ১০টায় মুরাদনগর উপজেলার কোরবানপুরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষক ও বরুড়া উপজেলার হরিপুর পয়ালগুচ্ছ গ্রামে বজ্রপাতে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়।


মৃতরা হলো: মুরাদনগরের কোরবানপুরের নিখিল দেবনাথ, দেওরা গ্রামে জুয়েল ভূঁইয়া, বরুড়া উপজেলার হরিপুর পয়ালগুচ্ছ গ্রামের ফরহাদ হোসেন (১২) ও সাইমন হোসেন (১২)।


সকাল সাড়ে ১০টার দিকে মুরাদনগরের মাঠে কাজ করার সময় নিখিল দেবনাথ ও জুয়েল ভূঁইয়া ঘটনাস্থলেই মারা যান। দুপুরে পয়ালগুচ্ছ গ্রামের মাঠে ঘুড়ি উড়াতে যায় ওই দুই স্কুলছাত্র। এ সময় বজ্রপাতে দুজনেই গুরুতর আহত হয়। স্থানীয়দের সহায়তায় বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক ও বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।


আরও পড়ুন: গরুর ঘাস আনতে গিয়ে বজ্রপাতে নিহত নারী


কিশোরগঞ্জ


কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও মিঠামইনের হাওড়ে কাজ করার সময় বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। সকালে অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়ন ও খয়েরপুর আব্দুল্লাপুর ইউনিয়ন এবং মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের রানীগঞ্জ এলাকায় এসব ঘটনা ঘটে।


মৃতরা হলেন: অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের হালালপুর গ্রামের মৃত যতিন্দ দাসের ছেলে ইন্দ্রজিত দাস (৩০), খয়েরপুর আব্দুল্লাপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে স্বাধীন মিয়া (১৪)  এবং ‌মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের রানীগঞ্জ গ্রামের মৃত আশ্রব আলীর স্ত্রী ফুলেছা বেগম।

 

এদিকে বিকেলে কটিয়াদীতে বজ্রপাতে মো. শাহজাহান (৩৮) নামে আরেক জেলের মৃত্যু হয়েছে। 

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ও ভিটামিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।


নেত্রকোনা


মদনে বজ্রপাতে মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। সকালে মদন উপজেলার তিয়শ্রী গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। মৃত আরাফাত মিয়া (১০) মদন উপজেলার তিয়শ্রী গ্রামের আব্দুস সালামের ছেলে।
সে নিজ গ্রামের বাইতুল জান্নাত হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।


নিহতের প্রতিবেশী সাংবাদিক মো. সাকের খান জানান, সোমবার বৃষ্টিপাতের সময় সকালে আরাফাত বাড়ি থেকে মাদ্রাসায় যাচ্ছিল। মাদ্রাসার কাছে পৌঁছা মাত্রই বজ্রপাতে গুরুতর আহত হয়ে ওখানেই মৃত্যুবরণ করে।


চাঁদপুর


চাঁদপুরের কচুয়ায় উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নের নাহারা গ্রামে বজ্রপাতে বিশাখা সরকার (৩৫) নামে এক কৃষাণীর মৃত্যু হয়েছে। দুপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত বিশাখা সরকার উত্তর কচুয়া ইউনিয়নের নাহারা গ্রামের হরিপদের স্ত্রী।  


ওই কৃষাণী বাড়ির পাশের জমি থেকে খড় আনতে গিয়ে বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


হবিগঞ্জ


হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বজ্রপাতে দুরবাসা দাস (৩৫) নামে এক ধান কাটার শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার দুই সহোদরসহ তিনজন। সকাল ও দুপুরে পৃথক বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।


মৃত দুরবাসা দাস উপজেলার দৌলতপুর ইউনিয়নে আড়িয়ামুগুর বড়হাটি গ্রামের কালাবাসি দাসের ছেলে।
 

বানিয়াচং উপজেলার ভারপ্রাপ্ত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাদ বিন জাহাঙ্গীর বাংলানিউজকে জানান, সকালে আড়িয়ামুগুরের পূবের হাওরে ধান কাটছিলেন তিন সহোদর। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত ঘটলে তারা আহত হন। পরে আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুরবাসা দাসকে মৃত ঘোষণা করেন।


আরও পড়ুন: কুমিল্লায় বজ্রপাতে স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু


শরীয়তপুর


শরীয়তপুরের ভেদরগঞ্জে বজ্রপাতে সেফালী বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার সখিপুর ইউনিয়নের বেপারী কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেফালী বেগম ওই এলাকার সোহরাব হোসেন বেপারীর স্ত্রী।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে সেফালী বেগম নামের ওই নারী তাদের গৃহপালিত গরুর জন্য ঘাস আনতে মাঠে গিয়েছিলেন। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে গুরুতর আহত হয় তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।


স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন বেপারী বলেন, ওই নারী তার গরুর জন্য ঘাস আনতে মাঠে গিয়েছিলেন। তখন বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়। পরে লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানায় তিনি মারা গেছেন।


সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, বজ্রপাতে এক নারীর মৃত্যুর খবর পেয়েছি। বর্তমান তার মরদেহ হাসপাতালে রয়েছে।


মৌলভীবাজার


মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে মাখন রবি দাস নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মাখন অহিদাবাদ চা বাগানের মৃত শংকুরা রবি দাসের ছেলে।


বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম সরকার জানান, সোমবার মাখন রবি দাস শ্রীধরপুর গ্রামের আলমাছ মিয়ার জমির ধান কাটছিলেন। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।


যশোর


যশোরের শার্শায় বজ্রপাতে আমির হোসেন (৪০) নামে এক কৃষক নিহত হয়েছে। দুপুরে বৃষ্টির মধ্যে  ক্ষেতে কৃষিকাজ করার সময় বজ্রপাতে সে ঘটনা স্থলে নিহত হয়। মৃত আমির হোসেন শার্শা উপজেলার শার্শা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের স্কুল পাড়ায় কোরমান আলীর ছেলে।


শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান  জানান, খবর শুনে বিকেলে মৃত কৃষকের বাড়িতে যাওয়া হয়। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। বজ্রপাতের সময় সবাইকে নিরাপদ স্থানে অবস্থান করার জন্য পরামর্শ দেন এক নির্বাহী কর্মকর্তা।

 

মাদারীপুর


মাদারীপুরে বজ্রপাতে কাজল বাড়ৈ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বিকেলে রাজৈর উপজেলার বাজিতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কাজল একই এলাকার জ্ঞান বাড়ৈর ছেলে।


স্থানীয়রা জানান, বিকেলে নিজ জমিতে ধান কাটছিলেন কৃষক কাজল বাড়ৈ। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সময় বজ্রপাত হলে কাজল আঘাতপ্রাপ্ত হলে জ্ঞান হারিয়ে ফেলে। পরে গুরুতর আহত কাজলকে দ্রুত মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। পরীক্ষানিরীক্ষা শেষে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক কাজল বাড়ৈকে মৃত ঘোষণা করেন।


মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


ঝালকাঠি

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের উত্তর জুরকাঠি গ্রামে বজ্রপাতে মোসা. আসমা আক্তার (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।


পরিবারের সদস্যরা জানান, বিকেলে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যান আসমা আক্তার। ফেরার পথে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। আসমা একই এলাকার রুবেল মাঝির স্ত্রী।


নলছিটি উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, বিষয়টি দুঃখজনক। এ ঘটনায় সরকারি নিয়ম অনুযায়ী সব কিছু সম্পন্ন করা হবে।

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন