বজ্রপাত: গাছতলায় আশ্রয় নেয়া বাবা-ছেলের মৃত্যু

৪ সপ্তাহ আগে
ময়মনসিংহের নান্দাইলে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে বাবা-ছেলের। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারসহ এলাকায়।

রোববার (৬ জুলাই) দুপুরে উপজেলার খারুয়া ইউনিয়নের কান্দিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন—স্থানীয় মৃত আব্দুছ ছাত্তারের ছেলে সৌদি প্রবাসী মো. গোলাম মোস্তুফা (৪২) এবং তার পাঁচ বছর বয়সী ছেলে নাঈম।

 

স্থানীয়রা জানায়, বিকেল ৪ টার দিকে গোলাম মোস্তুফা নিজ বাড়ির পাশের মাঠে বীজতলায় কাজ করছিলেন। পরে হঠাৎ বৃষ্টির সঙ্গে শুরু হয় বজ্রপাত। এ সময় তিনি ছেলেকে নিয়ে পাশের একটি জাম গাছের নিচে আশ্রয় নিতে গেলে গাছের ওপর বজ্রপাত হয়। গাছের একটি ডাল ভেঙে তাদের ওপর পড়লে ঘটনাস্থলেই গুরুতর আহত হন দুজনেই। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মোস্তুফার মৃত্যু হয়। কিছুক্ষণ পর মারা যায় শিশুপুত্র নাঈমও।


আরও পড়ুন: নড়াইলে বজ্রপাতে বাবার সামনে ছেলের মৃত্যু, আহত ৩

 

পরিবার জানায়, প্রায় আট বছর সৌদি আরবে থাকার পর চার মাস আগে দেশে ফিরেছিলেন মোস্তুফা। তিনি আবারও বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এর মধ্যেই প্রাণ হারালেন বাবা-ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

স্বামী ও সন্তান হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন নিহত মোস্তুফার স্ত্রী শেফালি বেগম।

 

আরও পড়ুন: মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতে কৃষকের মৃত্যু

 

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন