শুক্রবার (৩১ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৪ এর একটি অভিযানিক দল ৩০ অক্টোবর সন্ধ্যায় মোহাম্মদপুরের বছিলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে রমজান পরিবহন (লোকাল) বাসের ভেতরে সংঘটিত চাঞ্চল্যকর এবং আলোচিত শ্লীলতাহানিতে অভিযুক্ত মো. নিজাম উদ্দিনকে (৪৫) গ্রেফতার করে।
মামলার এজাহার এবং গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিম একজন শিক্ষার্থী। তিনি মোহাম্মদপুর থানার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। গত ২৭ অক্টোবর দুপুরে ভিকটিম ধানমন্ডি-১৫ হতে রমজান পরিবহন বাসে বছিলা যাওয়ার উদ্দেশ্যে রওনা করেন। বাসটি বছিলা মেট্রো হাউজিংয়ের সামনে পাকা রাস্তার উপর পৌঁছানোর পর বাসের হেলপার মো. নিজাম উদ্দিন (৪৫) ভিকটিমের দিকে তাকিয়ে তার পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এতে ভিকটিম প্রতিবাদ করায় বাসের হেলপার ওদ্ধত্যপূর্ণ আচরণসহ তাকে মারপিট শুরু করেন। এক পর্যায়ে ভিকটিমও আত্মরক্ষার্থে নিজের পায়ের জুতা খুলে অভিযুক্তকে আঘাত করেন।
আরও পড়ুন: কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি-শাল জব্দ
উক্ত ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হয়। ঘটনার পরপরই র্যাব-৪ এর অভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে চাঞ্চল্যকর ও আলোচিত ঘটনার রহস্য উদঘাটন এবং অভিযুক্তকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা থাকায় তদন্তের এক পর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে বছিলা বাসস্ট্যান্ড এলাকা হতে অভিযুক্ত মো. নিজাম উদ্দিনকে (৪৫) গ্রেফতার করে। পরবর্তীতে ভিকটিম বাদী হয়ে ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন।
আকটকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
]]>
৩ সপ্তাহ আগে
৭







Bengali (BD) ·
English (US) ·