গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) রায়ো ভায়োকানোর বিপক্ষে ২ গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে ৩-২ ব্যবধানে এগিয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু ইসি পালাজানের গোলে ম্যাচটি শেষ পর্যন্ত ড্রয়ে শেষ হয়। এই ম্যাচের একাদশে ছিলেন না ভিনিসিউস জুনিয়র। দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে নেমে হলুদ কার্ড দেখেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার।
হলুদ কার্ডের খড়গে পড়ে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ভিনিসিউস। ফলে লা লিগায় আগামী ম্যাচে এই ব্রাজিলিয়ানকে পাচ্ছে না রিয়াল। চলতি লা লিগায় ভিনিসিউস পঞ্চমবারের মতো হলুদ কার্ড দেখেছেন। যে কারণে আগামী রোববার (২২ ডিসেম্বর) সেভিয়ার বিপক্ষে লিগের গুরুত্বপূর্ণ ম্যাচটিতে মাঠের বাইরেই কাটাতে হবে তাকে। এই ম্যাচটিই চলতি বছর রিয়াল মাদ্রিদের শেষ ম্যাচ। এর আগে আগামী বুধবার (১৮ ডিসেম্বর) পাচুকার বিপক্ষে ইন্টার কন্টিনেন্টাল কাপের ফাইনালে মাঠে নামবে রিয়াল।
আরও পড়ুন: বরখাস্ত হলেন উলভারহ্যাম্পটনের কোচ গ্যারি ও’নিল
এদিন ম্যাচের ৭৪ মিনিটে প্রতিপক্ষের বক্সের দাগের কাছে ফাউলের শিকার হন ভিনিসিউস। ফলে পেনাল্টির আবেদন করে রিয়ালের খেলোয়াড়রা। পেনাল্টি না দিয়ে শুধু ফ্রি-কিক দেয়ায় রেফারির সামনে ছুটে গিয়ে ক্ষিপ্ত ভিনিসিউস হাত উঁচিয়ে প্রতিবাদ জানান। এই ঘটনায় রেফারি তাকে হলুদ কার্ড দেখান।
রেফারির পেনাল্টি না দেয়ার সিদ্ধান্ত ক্ষিপ্ত হয়েছে রিয়াল মাদ্রিদ। কোচ কার্লো আনচেলত্তি তো রাখঢাক না রেখেই বলেছেন, 'রিপ্লে দেখে আমার মনে হয়েছে, এটা খুবই স্পষ্ট। পরিষ্কার সুযোগ ছিল, পেনাল্টি…।'
লিগে ১৭ ম্যাচ শেষে রিয়ালের সংগ্রহ ৩৭ পয়েন্ট। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।