বছরের শেষ ম্যাচে জয় পেল না ব্রাজিল

১ সপ্তাহে আগে
বছরের শেষ ম্যাচে জয় পেল না ব্রাজিল। গত ম্যাচে সেনেগালকে ২-০ গোলে হারালেও। মঙ্গলবার (১৮ নভেম্বর) তিউনিসিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আনচেলত্তির দল। পাকেতার পেনাল্টি মিসের কারণে জয় বঞ্চিত হয় ব্রাজিল।

ফ্রান্সের লিলে শুরু থেকেই আক্রমণে এগিয়ে থাকে ব্রাজিল। তবে ২৩তম মিনিটে প্রথমে গোল হজম করে সেলেসাওরা। তিউনিসিয়ার কাউন্টার-অ্যাটাকে গোল খায় ব্রাজিল। তিউনিসিয়ার হয়ে গোল করেন হাজেম মাসতৌরি।


গোল হজমের পর আক্রমণের ধার আরও বাড়ায় ব্রাজিল। প্রথমার্ধের শেষ মিনিটে পেনাল্টি পেয়ে যায় তারা। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি ক্লাব ও জাতীয় দলের হয়ে দারুণ ছন্দে থাকা এস্তেভাও।


আরও পড়ুন: বিশ্বকাপে জায়গা নিশ্চিতে নেইমারকে ছয় মাস সময় ও চার শর্ত আনচেলত্তির 


বিরতির পরও আক্রমণের ধারা বজায় রাখা ব্রাজিল। কিন্তু প্রত্যাশিত গোলটি মিলছিল না কোনোভাবে। তবে ম্যাচে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ব্রাজিল। ৭৮তম মিনিটে পেনাল্টি পায় আনচেলত্তির দল। তবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন লুকাস পাকেতা।


শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। 

]]>
সম্পূর্ণ পড়ুন