বঙ্গোপসাগরে লঘুচাপ, মোংলা বন্দরে পণ্য খালাসে ব্যাঘাত

৪ সপ্তাহ আগে
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। বৈরী আবহাওয়ার কারণে বন্দরের কার্যক্রমে ব্যাঘাত ঘটছে, বিশেষ করে পণ্য খালাস কার্যক্রম প্রায় বন্ধ রয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, সোমবার (৭ জুলাই) বঙ্গোপসাগরের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে।

 

মোংলা বন্দরের হারবার বিভাগ জানায়, সতর্ক সংকেতের কারণে বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। বর্তমানে বন্দরে খাদ্যবাহীসহ বিভিন্ন পণ্যবোঝাই ৯টি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে। 

 

আরও পড়ুন: মোংলা বন্দরে তিন দিনে দুই জাহাজের ৩৩১৯ টন পণ্য খালাস

 

বৈরী আবহাওয়ার কারণে এসব জাহাজ থেকে খাদ্যপণ্য খালাস বন্ধ রয়েছে এবং অন্যান্য পণ্যের খালাসেও চরম ব্যাঘাত সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন খালাসকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

 

এদিকে, বঙ্গোপসাগরে অবস্থানরত কয়েকটি মাছ ধরার ট্রলার বৈরী আবহাওয়ার কারণে সাগরে নামতে পারছে না। উত্তাল সাগর এড়াতে জেলেরা সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে নিরাপদ আশ্রয় নিয়েছে। পূর্ব সুন্দরবনের বন বিভাগ মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দিয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন