উপজেলার পাইকড় ইউনিয়নের একটি গুচ্ছগ্রামে এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত নুরু ওই গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে।
মামলার এজাহার থেকে জানা যায়, বুধবার (১২ মার্চ) শিশু দুইটি বাড়ির সামনে খেলছিল। এ সময় মুখরোচক খাবার দেয়ার প্রলোভনে তাদের নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে নুরু। পরদিন বৃহস্পতিবার (১৩) ধর্ষণের শিকার দুই শিশুর একজন জ্বরে আক্রান্ত ও আরেকজনের রক্তক্ষরণ শুরু হলে পরিবার বিষয়টি টের পেলে অভিযুক্ত নুরু এলাকা ছেড়ে পালিয়ে যায়। শুক্রবার (১৫ মার্চ) রাতে পুলিশ খবর পেয়ে ভুক্তভোগী দুই শিশুকে হেফাজতে নেয়।
আরও পড়ুন: ফরিদপুরে ষাটোর্ধ্ব বৃদ্ধের বিরুদ্ধে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, দুই শিশু ধর্ষণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে নুরুকে আসামি করে মামলা দায়ের হয়েছে। তাদের চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ভিকটিম সাপোর্ট সেন্টারে নেয়া হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।