বগুড়ায় সড়ক নির্মাণে অনিয়ম, দুদকের অভিযান

২ সপ্তাহ আগে
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মুরাদপুরে সম্প্রতি নির্মিত একটি সড়কে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে দুদক বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল সরেজমিন পরিদর্শনে যান। তাদের সঙ্গে ছিলেন একজন নিরপেক্ষ প্রকৌশলী ও অন্যান্য কর্মকর্তা।


স্থানীয়দের সঙ্গে কথা বলে তারা জানান, কয়েক মাস আগে নির্মিত সড়কের এরইমধ্যে বিভিন্ন স্থানে খোয়া উঠে গেছে, পিচ ধসে পড়েছে। সড়কের কাজের মান নিয়েও অসন্তুষ্টি প্রকাশ করেন এলাকাবাসী। দুদকের ওই দল পরে শিবগঞ্জ এলজিইডি কার্যালয়ও পরিদর্শন করে।


স্থানীয় এলজিইডি কার্যালয় সূত্র জানায়, ৮১ লাখ টাকা ব্যয়ে দুই কিলোমিটারের বেশি দৈর্ঘ্যের ওই সড়ক নির্মাণ করা হয়।


আরও পড়ুন: নারায়ণগঞ্জে এলজিইডিতে দুদকের অনুসন্ধান


সহকারী পরিচালক জাহিদুল ইসলাম বলেন, নিম্নমানের কাজ হয়েছে এমন অভিযোগ পেয়ে আমরা সরেজমিনে গিয়েছি। প্রকৌশলীর প্রতিবেদন পাওয়ার পর কমিশনে তা জমা দেওয়া হবে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন