বগুড়ায় সেনাবাহিনী ও পুলিশের মাদকবিরোধী যৌথ অভিযান

৩ সপ্তাহ আগে
বগুড়া শহরের অন্যতম মাদকের স্পট রেলওয়ে কলোনীতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত টানা দুই ঘণ্টা চলে এ অভিযান। এ সময় প্রায় অর্ধ শতাধিক বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকা উদ্ধার করা হয়। মাদক বিক্রির সময় হাতেনাতে ৯ জনকে গ্রেফতার করা হয়।


অভিযানে এলাকার প্রায় প্রতিটি বাড়ি থেকেই কমবেশি মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি টের পেয়ে বড় ব্যবসায়ীরা বাড়িতে তালা ঝুলিয়ে পালানোর চেষ্টা করলেও তালা ভেঙে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। অভিযানে ১৭ বোতল দেশীয় মদ কেরু ও ৩ কেজি গাঁজা উদ্ধার হয়। এছাড়াও উদ্ধার করা হয় মাদক বিক্রির নগদ ৮ হাজার টাকা।

আরও পড়ুন: সড়কে পড়ে ছিল গাছ: রামদা হাতে, ‍মুখে কাপড় বেঁধে এগিয়ে এলো ডাকাতেরা!

সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্প কমান্ডার (ক্যাপ্টেন) জানে আলম সাদিফ বলেন, গ্রেপ্তার ৯ জনের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও গোয়ান্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত এ ধরণের অভিযান চালানো হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন